RBI: কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের দফতর থেকে চুরি ১ লক্ষ টাকা, গ্রেফতার অভিযুক্ত 

জানা গিয়েছে ধৃতের নাম শঙ্কর সরোজ
rbi
rbi

মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) দফতর থেকে চুরি গিয়েছিল নোটের বান্ডিল। টাকা উদ্ধার করতে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে নেমে রিজার্ভ ব্যাঙ্কেরই (RBI)  এক ঠিকাকর্মীকে গ্রেফতার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

অভিযুক্তের পরিচয়

জানা গিয়েছে ধৃতের নাম শঙ্কর সরোজ। তাঁর বাড়ি হুগলির চণ্ডীতলায়। কলকাতার রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছিল, তাদের পুরনো নোটের জায়গা থেকে পঞ্চাশ টাকার নোটের দু’টি বান্ডিল পাওয়া যাচ্ছে না। অভিযোগপত্রে রিজার্ভ ব্যাঙ্ক জানায়, দু’টি বান্ডিল মিলিয়ে এক লক্ষ টাকা ছিল।
ট্রাঙ্কে করে ওই টাকা বাতিলের জন্য পাঠানো হচ্ছিল। ট্রাঙ্ক সরানোর সময়েই হাত সাফাই হয় বলে প্রাথমিকভাবে অনুমান করেন রিজার্ভ ব্যাঙ্কের কর্তারা। তদন্তে নামে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর জিজ্ঞাসাবাদ করা হয় শঙ্করকে। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। 

কী বলছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, রিজার্ভ ব্যাঙ্কের (RBI)  এক লক্ষ টাকার ময়লা নোট চুরি গিয়েছে, এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা হয় । ৫০ টাকার ওই নোটগুলি নষ্ট করার জন্য পাঠানো হচ্ছিল। কিন্তু ৭ ফেব্রুয়ারি বি বা দী বাগের অফিস থেকে ওই টাকা উধাও হয়ে যায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। তাতে তাঁদের সন্দেহ হয় শঙ্করের উপরে। পুলিশের দাবি, এর পরেই বৃহস্পতিবার পুলিশকে জানানো হয় বিষয়টি। পুলিশ আরও বলছে, ময়লা এবং নষ্ট নোটগুলি যে লোহার ট্রাঙ্কে থাকে, সেটি সরানোর সময়ে শঙ্কর বুঝে যায়, ভিতরে কিছু রয়েছে। সে সেটি খুলে ৫০ টাকার দু’টি বান্ডিল নিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে বেরিয়ে যায়।

 

আরও পড়ুন: জটে জমি আটকে রেল (পর্ব-৯): ১৩ বছর ধরে আটকে দিঘা-জলেশ্বর প্রকল্পের কাজ

আরও পড়ুন: দস্যু রত্নাকর পরে বাল্মীকি হন! ‘লেডি ম্যাকবেথ’-এর পর এসএসসি প্রসঙ্গে অভিমত হাইকোর্টের

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles