মাধ্যম নিউজ ডেস্ক: বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল এবিভিপি (ABVP)। পুলিশ এসে বিক্ষোভ সরাতে গেলে শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে এদিন লাঠিচার্জেরও অভিযোগ তুলেছে এবিভিপি (ABVP)। তাদের আরও দাবি, ধস্তাধস্তির সময় রাজ্যনেত্রী শিল্পা মণ্ডলের পোশাক ছিঁড়ে দেয় পুলিশ। সম্প্রতি শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এমন সময় সঙ্ঘের ছাত্র সংগঠনও এই ইস্যুতে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আজকের বিক্ষোভ সেই কর্মসূচিরই একটা অংশ, এমনটাই জানা গেছে এবিভিপি (ABVP) সূত্রে।
আরও পড়ুন: অবাককাণ্ড! কাঠের তৈরি খাটে বা চৌকিতে ঘুমোন না এই গ্রামের বাসিন্দারা, কেন জানেন?
কেন এই বিক্ষোভ কর্মসূচি ?
এবিভিপি (ABVP) সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ, ছাত্র সংসদ নির্বাচন চালু, দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়া সহ একাধিক দাবিতে এদিন তারা কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দেয়। কলকাতা সমেত শহরতলির বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০০ অধিক এবিভিপি কর্মী এদিনের বিক্ষোভে হাজির ছিলেন বলে দাবি এবিভিপির। মিছিল শুরু হয় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে। সংগঠনের জাতীয় সম্পাদক বিরাজ বিশ্বাস এবং রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল চলতে শুরু করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছেই মিছিলের পথ আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। এবিভিপি(ABVP) কর্মীরা জোর করে এগিয়ে যেতে চাইলে লাঠিচার্জ শুরু করে পুলিশ।
কী বলছেন এবিভিপির নেতৃত্ব ?
সংগঠনের জাতীয় সম্পাদক বিরাজ বিশ্বাস বলেন, রাজ্য সরকার দেওলিয়া হয়ে গিয়েছে। পুরো শিক্ষা দফতর রয়েছে জেলের ভিতরে। শিক্ষাক্ষেত্রে একের পর এক দুর্নীতি সামনে আসছে প্রতিদিন। পুলিশ এদিনের মিছিলে অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে, এমনটাই অভিযোগ এবিভিপির (ABVP) রাজ্য নেতা মৃদাঙ্ক সাহার। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ আজকে লাঠিচার্জ করেছে। অন্যায়ভাবে ৫০ জনেরও বেশি কর্মীকে গ্রেপ্তার করেছে তারা। শুধু তাই নয় ধস্তাধস্তির সময় রাজ্য সহ সম্পাদিকা শিল্পা মন্ডলের পোশাক পর্যন্ত ছিঁড়েছে পুলিশ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours