Adeno Virus: মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আলাদা ঘর! অ্যাডিনো ভাইরাসের দাপট থাকবে মার্চ পর্যন্ত?

বিশেষজ্ঞদের মতে, ২০১৮ সালেও অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ বেড়েছিল, তবে এবছর লাগামছাড়া
Adenovirus
Adenovirus

মাধ্যম নিউজ ডেস্ক: শহর থেকে জেলা অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন সরকার। এরই মধ্যে আগামী কাল, বৃহষ্পতিবার থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। এই পরিস্থিতিতে রাজ্যের সকল পরীক্ষার্থী যাতে সুস্থভাবে মাধ্যমিক দিতে পারে সেই ব্যবস্থা করতে সাবধানী ভূমিকা নিল মধ্যশিক্ষা পর্ষদ। স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যে গাইডলাইন প্রকাশ করে বলা হয়েছে যাতে সর্দি কাশি কিংবা জ্বর নিয়ে বাচ্চারা স্কুলে না যায়। কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে কোনও মূল্যেই পরীক্ষা দিতে চাইবেন ছাত্রছাত্রীরা। তাই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে "সিক রুম" রাখতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।

সতর্ক পর্ষদ

পর্ষদ সূত্রে জানানো হয়েছে, সরকারের তরফে অ্যাডিনো ভাইরাস মোকাবিলার জন্য যা যা নির্দেশ দেওয়া হয়েছে, তা মেনেই পরীক্ষা নেওয়া হবে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এই পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সবরকম সতর্কতা নেবে পর্ষদ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকতে চলেছে "সিক রুম"। পরীক্ষা দিতে এসে ছাত্রছাত্রীরা অসুস্থ বোধ করলে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা যায়, সেই কারণেই এই সিক রুমের ব্যবস্থা থাকছে সব পরীক্ষা কেন্দ্রেই। সব কটি ভেন্যুতেই স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো থাকবে। যেভাবে জ্বর বা অসুস্থতা দেখা যাচ্ছে, তার জেরেই এই বাড়তি ব্যবস্থা বলে জানান রামানুজ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: ক্লান্ত লাগছে, দুর্বল! ভিটামিন ডি-এর ঘাটতি নয় তো?

মার্চ পর্যন্ত সাবধানে থাকুন

ইতিমধ্যেই স্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, অ‌্যাডিনো (Adenovirus) সংক্রমণের দাপট অন্তত মার্চ পর্যন্ত চলবে। তাই সকলকে আরও সর্তক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। রাজ‌্যজুড়ে সিংহভাগ বাচ্চার মধ্যে জ্বর-সর্দি-শ্বাসকষ্টের জন‌্য দায়ী অ‌্যাডিনো ভাইরাসের চরিত্র বদল হয়নি। যে প্রজাতি পাওয়া গিয়েছে সেটি পুরনো। এবং আগেও ছিল, বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিশেষজ্ঞদের মতে, ২০১৮ সালেও অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ বেড়েছিল, তবে এবছর এই ভাইরাস সংক্রমণ লাগাম ছাড়া। সরকারি, বেসরকারি হাসপাতালে উপচে পড়ছে ভিড়। পেডিয়াট্রিক আউটডোরে থিক থিক করছে লোক। ভিড় উপচে পড়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। বি সি রায় হাসপাতালের আউটডোরে। তাই আপাতত আরও একমাস সকলকে সাবধানে থাকতে বলেছেন চিকিৎসকেরা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles