মাধ্যম নিউজ ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে অশালীন পোশাক পরে প্রবেশ আগেই নিষিদ্ধ হয়েছে। এবার জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরেও (Vaishno Devi Temple) একই নিয়ম জারি করল সরকার। বর্তমানে শুরু হয়েছে বৈষ্ণোদেবী দর্শনের ভিড়। নেমেছে ভক্তদের ঢল। আর ঠিক এই সময়ে নতুন নিয়মবিধি লাগু করল সরকার। জারি হয়েছে নতুন ড্রেস কোড। সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত নিয়ম পালন করতে হবে অন্যথায় ভক্তদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না।
রবিবার ১৫ অক্টোবর থেকে জারি হচ্ছে নতুন নিয়মবিধি
প্রসঙ্গত, রবিবার ১৫ অক্টোবর থেকেই এই নয়া নিয়মবিধি চালু হতে চলেছে বলে জানা গিয়েছে। সরকারের তরফ থেকে জারি করা নয়া পোশাক বিধিতে জানানো হয়েছে যে টি-শার্ট কিংবা বারমুডা, শর্ট প্যান্ট পরে কোনওভাবেই মন্দিরের প্রবেশ করতে পারবেন না ভক্তরা। চলবে না স্কিন ফিট পোশাকও। এই পোশাক পরে কেউ মন্দিরে প্রবেশ করতে চাইলে তাঁকে গেট থেকে ফিরে যেতে হবে বলেও জানানো হয়েছে। শালীন পোশাক পরেই মন্দিরে প্রবেশ করতে হবে, এসংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই সাইন বোর্ড আকারে টাঙানোও হয়েছে। মাতা বৈষ্ণোদেবী মন্দির (Vaishno Devi Temple) চত্বরের বাইরেও দেখা যাচ্ছে এই সাইনবোর্ড। মন্দিরে যাওয়ার রাস্তাতেও একাধিক এলাকায় ভক্তদের সুবিধার্থে সাইন বোর্ড টাঙানো (Vaishno Devi Temple) হয়েছে। এ ছাড়াও পুণ্যার্থীদের জন্য মাইকে পোশাকবিধি নিয়ে প্রচারও করা হচ্ছে।
জগন্নাথ মন্দিরে আগেই লাগু ড্রেস কোড
পুরীর জগন্নাথ মন্দিরে আগেই চালু হয়েছে ড্রেস কোড। ছেঁড়াফাটা জিন্সের প্যান্ট পরে কোনও ভক্তকে আর জগন্নাথ দর্শনের অনুমতি দেওয়া হয় না। দিনকয়েক আগেই এরকম পোশাক বিধি চালুর সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশন। তবে পুরীর জগন্নাথ মন্দিরের নয়া পোশাক বিধি চালু হতে চলেছে আগামী ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে। জগন্নাথ মন্দির প্রশাসনের বক্তব্য, ‘‘ধর্মীয় ভাবাবেগ এবং পবিত্র মন নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থী আসেন। ফলে কোনওভাবেই মন্দিরের পবিত্রতা রক্ষা নষ্ট করতে দেওয়া যাবে না।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours