মাধ্যম নিউজ ডেস্ক: 'অগ্নিবীর' (Agniveer) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় নৌসেনা (Indian Navy)। যদি জুনের ২৫ তারিখ এই বিজ্ঞপ্তি জারি করার কথা থাকলেও তিনদিন আগেই জারি করা হল বিজ্ঞপ্তি। বিষয়টি ঘোষণা করেন নৌসেনার অ্যাডমিরাল জেনারেল দীনেশ কে ত্রিপাঠী (Dinesh K Tripathi)। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আগে আমাদের নিয়োগ ক্যালেন্ডার ২৫ তারিখে প্রকাশ করার কথা থাকলেও, তা ২২ তারিখেই প্রকাশ করা হচ্ছে। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ১ জুলাই থেকে।"
[tw]
Our recruitment calendar was decided for June 25, but it will start tomorrow- June 22. Online registration to start from July 1 onwards: Vice Admiral Dinesh K Tripathi, Chief of Personnel (COP), Indian Navy pic.twitter.com/jmapf6D84V
— ANI (@ANI) June 21, 2022
[/tw]
এবিষয়ক কিছু তথ্য জেনে নেওয়া যাক:
- ১ জুলাই থেকে শুরু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন।
- বিস্তারিত নোটিফিকেশন ৯ জুলাই প্রকাশিত হবে।
- অগ্নিবীর ব্যাচ ২০২২- এর আবেদন উনডো ১৫ জুলাই- ৩০ জুলাই খোলা থাকবে।
- অক্টোবরের মাঝামাঝি লিখিত পরীক্ষা এবং ফিটনেস পরীক্ষা নেওয়া হবে।
- নভেম্বরের ২১ তারিখের মধ্যে অগ্নিবীররা যোগ দেবেন আইএনএস চিলকায়।
আরও পড়ুন: "গণতন্ত্রে প্রতিবাদ গ্রহণযোগ্য, তবে হিংসা বরদাস্ত নয়", হুঁশিয়ারি ডোভালের
ভাইস অ্যাডমিরাল এদিন জানান, অগ্নিবীররা ৪ বছরের ট্রেনিং-এর পর সরাসরি মার্চেন্ট নেভির চাকরিতে আবেদন করতে পারবেন।
অগ্নিবীর প্রকল্পের মাধ্যমেই ভারতীয় নৌসেনা প্রথম মহিলা নাবিক নিয়োগ করবে। ভাইস অ্যাডমিরাল আরও বলেন, "ঠিক কতোজন মহিলা নাবিক নিয়োগ করা হবে তা এখনও ঠিক করা হয়নি।"
অগ্নিবীরদের প্রথম ব্যাচের ট্রেনিং চলতি বছর নম্ভেম্বরে শুরু হবে।
আরও পড়ুন: রাজনীতির রঙে থমকে যায় ভাল কাজ ! অগ্নিপথ-বিরোধিতা প্রসঙ্গে মোদি
কী কী যোগ্যতা প্রয়োজন নৌসেনায় আবেদন করতে?
উচ্চতা: ছেলে- ১৫৭ সেমি, মেয়ে- ১৫২ সেমি
বয়স: বয়স হতে হবে ১৭.৫ থেকে ২৩ -এর মধ্যে।
এসএসআর এবং এমআর এই দুই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট শূন্যপদ ৩০০০।
এসএসআর এবং এমআর পদে আবেদনের জন্যে ভারত সরকারের অনুমোদনপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে যথাক্রমে দ্বাদশ এবং দশম শ্রেণী পাশ করতে হবে।
অনলাইন ফর্ম পাওয়া যাবে WWW.DSHELPINGFOREVER.COM লিঙ্কে
আবেদন করতে কোনও টাকা লাগবে না।
এসএসআর নিয়োগের প্রক্রিয়া: ৬০ মিনিটের পরীক্ষা নেওয়া হবে। হিন্দি ও ইংরাজি দুই ভাষায় থাকবে প্রশ্নপত্র। ইংরাজি, বিজ্ঞান, অঙ্ক এবং সাধারণ জ্ঞান, এই চার বিষয়ে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার্থীকে চারটি বিষয়ে আলাদা আলাদা করে এবং মোট নম্বরেও পাশ করতে হবে। অবজেক্টিভ প্রশ্ন থাকবে।
এমআর নিয়োগের প্রক্রিয়া: ৩০ মিনিটের পরীক্ষা নেওয়া হবে। হিন্দি ও ইংরাজি দুই ভাষায় থাকবে প্রশ্নপত্র। বিজ্ঞান ও অঙ্ক মিলে একটি বিষয় এবং সাধারণ জ্ঞান এই দুই বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীকে দুটি বিষয়ে আলাদা আলাদা করে এবং মোট নম্বরেও পাশ করতে হবে। অবজেক্টিভ প্রশ্ন থাকবে।
যারা পাশ করবেন তাদের ফিটনেস পরীক্ষার মাধ্যমে বাছা হবে।
+ There are no comments
Add yours