মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি এইমসের (AIIMS) সার্ভার হ্যাক করে রোগীদের বিপদে ফেলেছিল হ্যাকাররা। বিপদে পড়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষও। এবার নিশানায় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের আইসিএমআরের সার্ভার। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, এক দিনে কয়েক হাজার সাইবার হানা (Cyber Attack) হয়েছে আইসিএমআরের সার্ভারে। প্রসঙ্গত, সম্প্রতি এইমসের সার্ভারে র্যানসামওয়্যার অ্যাটাক হয়েছিল। এই সাইবার অ্যাটাকের কারণে দিল্লির সার্ভার দশ দিনেরও বেশি বন্ধ ছিল। এখনও ম্যানুয়ালি চলছে এইমসের সব পরিষেবা। সংস্থার তরফে ডেটা ফিরে পাওয়ার সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলেও সূত্রের খবর।
চিনা হ্যাকার...
জানা গিয়েছে, গত দু দিন ধরে সিইআরটি-ইন এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট যার নেতৃত্বে রয়েছেন ন্যাশনাল সাইবার সিকিউরিটি কো-অর্ডিনেটর লেফটেন্যান্ট জেনারেল (রিটায়ার্ড) রাজেশ পান্ত এইমসের সার্ভারগুলিতে ড্রাই রান চালাচ্ছে। সরকারি আধিকারিকদের একাংশের মতে, এই যে সাইবার হানা (Cyber Attack), এর নেপথ্যে রয়েছে চিনা হ্যাকারদের হাত। যাঁরা এইমসের সাইবার হানার সম্পর্কে পরিচিত, তাঁরা জানিয়েছেন, সাইবার হানার ফলে যেসব সার্ভার কোরাপ্টেড হয়ে গিয়েছিল, সেগুলিকে আইসোলেটেড করা হয়েছে। চলছে ওই সার্ভারগুলির সিস্টেম পরীক্ষার কাজ। এইমসের মতো ভিভিআইপি হাসপাতালে যাতে ফের এ রকম ঘটনা না ঘটে, সেজন্য পূর্ণ সময়ের সাইবার সিকিউরিটি ডিভিশন থাকা প্রয়োজন বলেও মনে করছেন তাঁরা। তা না হলে ফের সম্মুখীন হতে হবে এমন বিপদের। জানা গিয়েছে, দিল্লির এইমস কর্তৃপক্ষকে হায়ারআর্চিক্যাল কম্পিউটার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মোদি-ম্যাজিকে ভর করে টানা সপ্তমবার গুজরাট দখলের পথে বিজেপি
ডিসেম্বরের ৪ তারিখে দিল্লির সফদারজং হাসপাতালেও হয়েছিল সাইবার হানা (Cyber Attack)। মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে, সেক্ষেত্রে এইমসের মতো এতটা ক্ষতি করতে পারেনি হানাদাররা। অদূর ভবিষ্যতে যুদ্ধের নয়া রূপ হবে সাইবার হানা। সেই কারণে আমেরিকা, চিন এবং ফ্রান্স তাদের দেশের সরকারি ডেটা যাতে সুরক্ষিত থাকে, তাই সার্ভারগুলিতে এফেকটিভ ফায়ারওয়াল গড়ে তুলেছে। এর ফলে ভবিষ্যতে সাইবার হানা হলেও, সুরক্ষিত থাকবে ডেটা। জানা গিয়েছে, এইমসের কম্পিউটার এবং আইটি আপগ্রেডেশনের পরিকল্পনার জন্য ৩১ ডিসেম্বরের সময়সীমা স্থির করা হয়েছে। এর মধ্যে আইটি ভেন্ডরদের কাছ থেকে আগ্রহ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours