মাধ্যম নিউজ ডেস্ক: এখনও থিতু হয়নি জ্ঞানবাপী মসজিদ (gyanvapi mosque) বিতর্কের রেশ। এরই মধ্যে এবার মাথাচাড়া দিল আরও একটি মন্দির-মসজিদ বিতর্ক (temple mosque controversy)। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি মসজিদ (mosque)। কাশীর বিন্দুমাধব মন্দির (Bindu Madhav temple) ভেঙে এই মসজিদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। এই ‘মন্দির’ পুনর্নির্মাণের দাবি জানিয়ে দায়ের হল মামলা।
বারাণসীর কাশীর পঞ্চগঙ্গা ঘাটের কাছেই রয়েছে একটি মসজিদ। আবেদনকারীদের দাবি, বারাণসী গেজেটার নামের একটি ইতিহাস বইয়ে উল্লেখ রয়েছে পঞ্চগঙ্গার তীরে অবস্থিত বিন্দুমাধব মন্দিরের কথা। সেই মন্দিরের আরাধ্য দেবতা ছিলেন বিষ্ণু।
পরবর্তীকালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব (Aurangzeb) মন্দিরটি ধ্বংস করে দেন। তৈরি হয় বেণীমাধব কা ধারাহারা মসজিদ (Beni Madhav-ka-Dharahara)। আবেদনকারীদের আইনজীবী রাজা আনন্দ জ্যোতি সিং বলেন, পিটিশনে সেই মন্দির পুনর্নির্মাণের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী শনিবার জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানির দিনই রয়েছে এই মামলার শুনানিও।
আরও পড়ুন : ১৯৩৭-এ লেখা প্রবন্ধে গান্ধীজি বলেছিলেন, "মন্দির ভেঙে মসজিদ তৈরি আসলে..."
২০০২ সালে প্রথমবার আলোচনায় উঠে আসে বেণীমাধব কা ধারাহারার নাম। সেই সময় পঞ্চগঙ্গা ঘাটের কাছে বসবাসকারী কয়েকজন মিলে তৈরি করেন বেণীমাধর কা ধারাহারা বাঁচাও সমিতি। উদ্দেশ্য, এলাকায় নির্মিত সৌধটি রক্ষা করা। হিন্দুত্ববাদীদের দাবি, এই সৌধের মধ্যেই ছিল বিন্দুমাধব মন্দির। ১৯৯৭ সালে স্বাধীনতা দিবস এবং ২০১৪ সালে প্রজাতন্ত্র দিবসে এখানে পতাকা উত্তোলন করতে চেয়েছিল দক্ষিণপন্থীরা। সেই সময় পুলিশ তাদের আটকে দেয়। সেই ‘সৌধ-বিতর্ক’ই এবার ফের মাথাচাড়া দিল।
আরও পড়ুন : শাহি ইদগাহ মসজিদ চত্বরে স্থিতাবস্থা চেয়ে আবেদন মথুরা আদালতে
কাশীতে বিশ্বেশ্বরের মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছিল বলে হিন্দুত্ববাদীদের দাবি। ঔরঙ্গজেবের নির্দেশেই সেখানে মন্দির ভেঙে তৈরি হয় মসজিদ। এই মসজিদই জ্ঞানবাপী মসজিদ। গত বছরের অগাস্ট মাসে পাঁচ হিন্দু নারী মসজিদের ভিতরে পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্ব রয়েছে বলে দাবি করে পুজোর অনুমতি চেয়েছিলেন বারাণসী আদালতে। সেই মামলার শুনানি এখনও চলছে। কেবল জ্ঞানবাপী মসজিদই নয়, হিন্দুত্ববাদী সংগঠনের দাবি ভারতের প্রায় ১৮০০টি মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে। এগুলিকে তারা ‘অবৈধ’ মসজিদের তকমা দিয়েছে।
এদিকে, জ্ঞানবাপী মসজিদ চত্বরে ভিডিও সমীক্ষার সময় তোলা ভিডিও এবং ছবি ফাঁস হয়ে যাওয়ার পরে শুরু হয়েছে নয়া বিতর্ক। মুসলিম পক্ষের দাবি, ভিডিও ফাঁস করেছেন হিন্দুরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে হিন্দুপক্ষ।
+ There are no comments
Add yours