Amit Shah in Hooghly: “মৌলা-মাদ্রাসা-মাফিয়ার ভূমিতে পরিণত হয়েছে বাংলা”, কটাক্ষ শাহের

Lok Sabha election 2024: ‘‘সত্যজিৎ রায় থাকলে ‘হীরকরানির দেশে’ সিনেমা বানাতেন’’- বললেন শাহ
WhatsApp_Image_2024-05-15_at_233.47_PM
WhatsApp_Image_2024-05-15_at_233.47_PM

মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha election 2024) প্রচারে বুধবার হুগলির মশাটে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর সমর্থনে এদিন নির্বাচনী সভায় উপস্থিত হন অমিত শাহ (Amit Shah in Hooghly)। আর সভা থেকেই একাধিক প্রসঙ্গ তুলে সরাসরি তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন তিনি। এদিন মা-মাটি-মানুষকে কটাক্ষ থেকে শুরু করে সত্যজিতের ‘হীরকরানির’ প্রসঙ্গ কিছুই বাদ দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। 

মা-মাটি-মানুষকে কটাক্ষ 

এদিন সভা থেকে মা-মাটি-মানুষকে কটাক্ষ করে শাহ (Amit Shah in Hooghly) বললেন, ‘‘বাংলা এখন মৌলা-মাদ্রাসা-মাফিয়ার ভূমিতে পরিণত হয়েছে।’’একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন,‘‘আঁচলে লুকিয়ে নিলেও জেলে ঢোকাব দুর্নীতিগ্রস্তদের। কাউকে লুকোতে পারবেন না।’’ 

সত্যজিতের ‘হীরকরানির’ প্রসঙ্গ

তবে কেবল দুর্নীতিগ্রস্তদের প্রসঙ্গই নয় এদিন অমিত শাহ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘‘হীরকরাজার দেশে সিনেমা’ তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। খুবই জনপ্রিয় হয়েছিল সেই সিনেমা। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছেন, সত্যজিৎ তখন বেঁচে নেই , থাকলে তিনি ‘হীরকরানির দেশে’ সিনেমা বানাতেন। ভাই-বোন, মমতা বন্দ্যোপাধ্যায় হীরকরানির দেশে।’’
প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে (Lok Sabha election 2024) শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জমজমাট লড়াই বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি কবীর শঙ্কর বসুর৷ এদিন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর বসুর প্রশংসা করে কল্যাণকে তোপ দাগেন অমিত শাহ (Amit Shah in Hooghly)। তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘শ্রীরামপুরকে বাঁচাতে কল্যাণকে হারিয়ে কবীরকে জয়ী করুন। প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করুন। বাংলা থেকে ৩০ আসন দিন।’’

আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় মহিলার চুলের মুঠি ধরল পুলিশ! ক্লোজ করা হল তুফানগঞ্জের এসআইকে

মমতাকে নিশানা শাহের (Amit Shah in Hooghly) 

আগামী ২০ মে ভোট রয়েছে শ্রীরামপুরে। তাই শেষ মুহূর্তের প্রচারে এসে এক চুলও জমি ছাড়তে নারাজ শাহ। একের পর এক প্রসঙ্গ তুলে তৃণমূলকে বিঁধছেন শাহ। মা-মাটি-মানুষ, সত্যজিতের প্রসঙ্গের পর এবার শ্রীরামপুরের জলে ভরা রাস্তার কথা উল্লেখ করে কটাক্ষ করলেন তিনি। বললেন, শ্রীরামপুরের রাস্তা জলে ভরে যায়। নালার সংস্কার হয় না। কিন্তু এখানে মন্ত্রীর বাড়ি থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়। ওগুলো ঘুষের টাকা। যখন আমরা ধরি, তখন মমতাদিদি বলেন, ‘‘ইডির অপব্যবহার হচ্ছে। কিন্তু দুর্নীতি যে-ই করবেন, তাঁকেই ধরব। আপনি আঁচলে লুকিয়ে রাখলেও তাঁকে জেলে ভরব।’’
এছাড়াও সিএএ প্রসঙ্গে এদিন তিনি (Amit Shah in Hooghly) বলেন,‘‘আমি মমতাদিদি এবং আপনার ভাইপোকে বলে যাচ্ছি, যত পারেন জোর করুন, সিএএ হবেই।’’ 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles