Amit Shah: আজানের সুর! ভাষণ থামালেন অমিত শাহ, মুগ্ধ উপত্যকাবাসী

জম্মু ও কাশ্মীর থেকে জঙ্গি কার্যকলাপ একেবারে নির্মুল করাই আমাদের লক্ষ্য। কিন্তু বিরোধীরা সেটা চায় না, অভিমত স্বরাষ্ট্রমন্ত্রীর
amit-shah_f
amit-shah_f

মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরের বারামুলায় এক জনসভায় বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই সময় পাশের এক মসজিদ থেকে আজানের সুর কানে আসতেই বক্তব্য থামিয়ে দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সৌজন্যতা উপতক্যার মানুষের মন জয় করে নিয়েছে। সভায় থেকে তাঁর নামে ওঠে জয়োধ্বনি। অতীতে একই ঘটনার সাক্ষী থেকেছে দেশের মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) বেশ কয়েকবার আজানের সময় বক্তব্য থামিয়ে দিয়েছিলেন।

বিশাল জনসভায় অমিত শাহ বলেন, ‘জম্মু ও কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠায় কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে উপত্যকার মানুষের সুরক্ষা আরও শক্তপোক্ত করা হবে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর থেকে জঙ্গি কার্যকলাপ একেবারে নির্মুল করাই আমাদের লক্ষ্য। কিন্তু বিরোধীরা সেটা চায় না। তাই তারা বার বার পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা বলছে। ৭০ বছর যারা দেশ শাসন করল, তারা জম্মু ও কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠার জন্য কী ব্যবস্থা নিয়েছে? তারাই কিনা বলছে পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে। কেন আমরা পাকিস্তানের সঙ্গ কথা বলব? তার কোনও সম্ভাবনা নেই। আমরা বারামুলাবাসীদের সঙ্গে কথা বলব, কথা বলব জম্মু ও কাশ্মীরের জনতার সঙ্গে।’

অমিত শাহর তিন দিনের জম্মু ও কাশ্মীর সফর বুধবারই শেষ হয়েছে। শ্রীনগরের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করেন। উপতক্যার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles