মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে নতুন আইফোন ১৪ সিরিজ (iPhone-14)। এতদিন অ্যাপেলের (Apple) প্রায় সমস্ত ডিভাইস চিনেই তৈরি করা হত। কিন্তু এবারে চিনের থেকে মুখ সরিয়ে নিচ্ছে মার্কিন সংস্থা। তাই আইফোন ১৪ ঘিরে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাপেল। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, অ্যাপেল চিন ছেড়ে এবার ভারতে আইফোন ১৪ তৈরির পরিকল্পনা করতে শুরু করেছে।
দীর্ঘদিন ধরে চিনে আইফোন তৈরি করে আসছে অ্যাপেল। সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে শি জিনপিংয়ের সরকারের সঙ্গে মার্কিন সরকারের একাধিক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি চিনে গোটা দেশ জুড়ে যে লকডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতির মুখে পড়েছে অ্যাপেল। এর ফলেই গ্রাহকদের চাহিদা মেটাতে পারছে না অ্যাপেল। এই সমস্ত বিষয় আলোচনা করেই বিকল্প হিসেবে বেছে নিয়েছে ভারত-কে।
আরও পড়ুন: সুখবর! এবছরের উৎসবের মরশুমে কমতে চলেছে মোবাইল ফোনের দাম
আরও জানা গিয়েছে, চিনে তৈরি আইফোনের শিপিং শুরু হলেই তার ঠিক দু মাস বাদেই ভারতে আইফোন ১৪ তৈরি করা শুরু করবে অ্যাপেল। গত মঙ্গলবারে প্রকাশিত হওয়া একটি রিপোর্টে জানা গিয়েছে, সংস্থাটি ভারতে উৎপাদন বাড়ানোর জন্য সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। আবার অ্যাপেলের তাইওয়ান-ভিত্তিক সরবরাহকারী সংস্থা ফক্সকন (Foxconn), চিন থেকে আইফোনের শিপিং এবং চেন্নাইয়ের বাইরে তার প্লান্টে আইফোন ১৪ আনার প্রক্রিয়া খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ভারতে আইফোন ১৩ সিরিজ এবং অন্যান্য একাধিক পণ্য উৎপাদনের জন্য চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুরে ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করেছে ফক্সকন। ফক্সকন হল আইফোন তৈরির সংস্থা।
রিপোর্টে আরও বলা হয়েছে, ভারত থেকে প্রথম আইফোন ১৪-এর উৎপাদন অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপেল সংস্থাটি ইতিমধ্যেই চিনের পরিবর্তে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশকে আইফোন তৈরির জন্য বেছে নিতে শুরু করেছে। তবে আশা করা হচ্ছে, আগামী দিনে আইফোন উৎপাদন বৃদ্ধি করার জন্য ভারতে আরও ম্যানুফ্যাকচারিং সেটআপ গড়ে তুলতে পারে অ্যাপেল।
আরও পড়ুন: দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় পতন, কোন সংস্থা কত লোকসানে?
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours