Asian Games 2023: ভাঙল রোহিত-যুবির রেকর্ড! টি২০-তে চারটি নজির গড়ে এশিয়ান গেমসে জয় নেপালের

দ্রুততম অর্ধশতরান, দ্রুততম শতরান, সর্বাধিক রান, সবচেয়ে বড় ব্যবধানে জয় —টি-টোয়েন্টি ক্রিকেটে চার চারটি বিশ্ব রেকর্ড নেপালের
post_image_92ecceb
post_image_92ecceb

মাধ্যম নিউজ ডেস্ক: দ্রুততম অর্ধশতরান, দ্রুততম শতরান, সর্বাধিক রান, সবচেয়ে বড় ব্যবধানে জয় —চার চারটি বিশ্ব রেকর্ড গড়ে ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিল নেপাল। মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games 2023) পুরুষদের ক্রিকেটে ‘দুর্বল’ মঙ্গোলিয়াকে বাগে পেয়ে মনের খুশিতে রেকর্ড গড়ার খেলায় মেতে উঠেছিলেন নেপারের ক্রিকেটাররা (Nepal Cricket)। প্রথমে ব্যাট করে তারা ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে। যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি দলগত স্কোর। এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সমসংখ্যক উইকেট হারিয়ে আফগানিস্তান ২৭৮ রান করেছিল। সেই রেকর্ড ভেঙে এমন এক নজির গড়ল নেপাল, যা বহুকাল অক্ষত থাকবে বলেই ধারণা ক্রিকেট মহলের।

ভাঙল রোহিতের রেকর্ড

তিন নম্বরে নেমে শতরান করে অপরাজিত থাকেন নেপালের কুশল। তাও কিনা মাত্র ৩৪ বলে। ভেঙে দিলেন রোহিত শর্মার রেকর্ড। ভারত অধিনায়ক ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পরে তাতে ভাগ বসিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ওড করেন রোহিত। মিলার ওই বছরেই বাংলাদেশের বিরুদ্ধে অনন্য নজির গড়েছিলেন। তবে এদিন কুশল সেঞ্চুরির পাশাপাশি ৫০ বলে ১৩৭ রানে অপরাজিত থাকেন। আটটি বাউন্ডারির পাশাপাশি ১২টি ওভার বাউন্ডারিও এসেছে তাঁর ব্যাট থেকে।

আরও পড়ুন: এশিয়ান গেমসে পঞ্চম সোনা ভারতের! শ্যুটিংয়ের একই ইভেন্টে জোড়া পদক জয় মেয়েদের

ভাঙল যুবরাজের রেকর্ড

এখানেই শেষ নয়। পাঁচ নম্বরে নেমে যুবরাজ সিংয়ের টি-২০ ক্রিকেটে করা দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ভাঙেন দীপেন্দ্র। মাত্র ৯টি বল লেগেছে তাঁর। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। যুবির লেগেছিল ১২টি বল। যা তিনি ২০০৭ টি-২০ বিশ্বকাপে করেছিলেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় মঙ্গোলিয়া। ২৭৩ রানে জেতে নেপাল (Nepal Cricket)। এটিও টি-২০ ক্রিকেটে নজির। এর আগে কোনও দল এত বড় ব্যবধানে জয় পায়নি। এতদিন রেকর্ড ছিল চেক প্রজাতন্ত্রের ঝুলিতে। ২০১৯ সালে তারা তুরস্ককে ২৫৭ রানে হারিয়েছিল। তা ভেঙে দিল নেপাল।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles