Assam Terror: আল কায়দা যোগ, অসমে গ্রেফতার দুই ইমাম! কী মিলল তাদের কাছ থেকে?

দেশে জঙ্গিদের স্লিপার সেল তৈরির চেষ্টা চালাচ্ছিল এরা।
assamterror
assamterror

মাধ্যম নিউজ ডেস্ক: আল কায়দা যোগ রয়েছে সন্দেহে অসমের দুই ইমামকে গ্রেফতার করল গোয়ালপাড়া জেলার পুলিশ। ওই দুই ইমামের সঙ্গে জঙ্গি সংগঠন আল কায়দার (AQIS) যোগ রয়েছে বলে অভিযোগ। বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (ABT) সঙ্গেও তাদের যোগ রয়েছে বলে অভিযোগ। এ নিয়ে গত চার মাসে AQIS, ABT-র সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে অন্তত ২৩জনকে গ্রেফতার করা হল। এই দুই ইমাম গোপনে দেশবিরোধী কাজ করছিলেন। দেশে জঙ্গিদের স্লিপার সেল তৈরির চেষ্টা চালাচ্ছিল এরা।

আরও পড়ুন: অসমে জঙ্গিদের নতুন ছক! হাতিয়ার করা হয়েছে মাদ্রাসাগুলোকে, জানুন কীভাবে

গোয়ালপাড়ার পুলিশ সুপার ভিভি রাকেশ রেড্ডি জানিয়েছেন, দুজন ইমামকে গ্রেফতার করা হয়েছি। ধৃতদের নাম আব্দুস শুভান (৪৩) ও জালালুদ্দিন শেখ (৪৯)। উল্লেখ্য, গত ২৮ জুলাই অসমের একাধিক জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ১১ জনকে। তারা সকলেই জিহাদি সংগঠন AQIS এবং ABT-র সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের। তখনই জেহাদি যোগসূত্র থাকার অভিযোগে আব্বাস আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করে এই দুই ইমামের কথা জানা যায়। এরপরই যথাযোগ্য প্রমাণের স্বপক্ষে এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এবার যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের নাম আব্দুস শুভান (Abdus Subhan) এবং জালালউদ্দিন শেখ (Jalaluddin Sheikh)। শুভান গোয়ালপাড়ার Mornoi থানার তিনকুনিয়া শান্তিপুর মসজিদের ইমাম। আর জালালউদ্দিন মাটিয়া থানার টিলাপাড়া নতুন মসজিদের ইমাম।

আরও পড়ুন: আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে সন্ত্রাসবাদীরা! দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

পুলিশ সূত্রে খবর, ওই দুজনকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। তারপরেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আল কায়দার জেহাদি সেলের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। ধৃতদের কাছ থেকে জেহাদি বই ও পাওয়া গিয়েছে। আব্দুস শুভানের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। তার বাড়ি থেকে আপত্তিকর কিছু পোস্টার, বই, ফোন, সিম পাওয়া গেছে। জালালউদ্দিনের বাড়ি থেকে আরবি ভাষায় লেখা কিছু বই মিলেছে। বিভিন্ন সূত্র মারফত জানা যায়, ওই দুই ইমাম জেহাদিদের নানাভাবে সহায়তা করত। গোয়ালপাড়া এলাকায় জেহাদি স্লিপার সেলের নিয়োগ প্রক্রিয়া চলত এদের দ্বারাই। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles