Murshidabad: আসন্ন পঞ্চায়েত নির্বাচন, ব্যাগ ভর্তি বোমা উদ্ধারে আতঙ্ক জেলা জুড়ে

মুর্শিদাবাদের পঞ্চায়েত নির্বাচনকে কি প্রভাবিত করতে এতো বোমা মজুত ছিল?
Murshidabad_(2)
Murshidabad_(2)

মাধ্যম নিউজ ডেস্ক: এগরা, বজবজ ও বীরভূমে পরপর বাজি বিস্ফোরণের পর থেকেই রাজ্য জুড়ে চলছে অবৈধ বাজি এবং বোমা উদ্ধারের পুলিশি তল্লাশি। বুধবার সকাল থেকেই মুর্শিদাবাদের (Murshidabad) রানীনগর, রেজিনগর এবং ডোমকলে উদ্ধার হয়েছে প্রচুর সকেট বোমা। আর বোমা উদ্ধারে জেলার মানুষ রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে চলছে রাজনৈতিক চাপান-উতোর।

মুর্শিদাবাদের (Murshidabad) রানীনগরে বাগান থেকে উদ্ধার বোমা

রানীনগরে তিন ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রানীনগর (Murshidabad) থানার ইলসামারি এলাকায় একটি বাগানে তল্লাশি চালায় রানীনগর থানার পুলিশ। তারপর তিন ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার হয় বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, বর্তমান তাই ঘটনাস্থলে পুলিশ  রয়েছে। ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোমগুলিকে নিষ্ক্রিয় করার জন্য। তবে কে বা কারা, কী কারণে, এতগুলি বোমা বাগানের মধ্যে মজুত করে রেখেছিল, সেই ঘটনার তদন্ত শুরু করেছে, রানীনগর থানার পুলিশ।

রেজিনগরে পাট ক্ষেতে বোমা উদ্ধার

বেলডাঙা ২ রেজিনগর (Murshidabad) থানার বিকননগর কৈখালী সাঁকোর কাছে, পাটের জমি থেকে উদ্ধার হল এক ড্রাম ভর্তি তাজা সকেট বোমা। আর এই উদ্ধারকে ঘিরে, তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। স্থানীয়রা ক্ষেতের মধ্যে বোমা দেখে, রেজিনগর থানায় খবর দিলে, পুলিশ সেগুলিকে নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। এই ঘটনায় এলাকার চাষিরা জমিতে চাষ করতে যেতে ভয় পাচ্ছে, বলে জানা যায়।

ডোমকলে নদীর ধারে বোমা উদ্ধার

পঞ্চায়েত নির্বাচনের আগেই ডোমকলে (Murshidabad) আবার উদ্ধার সকেট বোমা। আর ঐ বোমা উদ্ধার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহষ্পতিবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের ডুমুরতলা পশ্চিমপাড়া এলাকায় শিয়ালমারী ঘাটের ধারে। ঘটনার পরে ঘটনাস্থল ঘিরে রাখেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সকাল নদীর ধারে ঘোরাঘুরি করে তল্লাশি চালায় পুলিশ। তারপরেই নদীর ধারে একটি বাগান থেকে একটি বালতি বোঝাই সকেট বোমা উদ্ধার হয়। উদ্ধারের পর বোমার স্থানকে সংরক্ষণ করে রাখে এলাকার পুলিশ।

বোমা উদ্ধার নিয়ে চাপান-উতোর

বোমা উদ্ধারের ঘটনায় ডোমকল (Murshidabad) ব্লকের ৮ নং রায়পুর পঞ্চায়েতের কংগ্রেসের অঞ্চল সভাপতি আজিজুল ইসলাম বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা বিরোধীদের এই বোমা দিয়ে আতঙ্কিত করবেন বলেই, এত বোমার মজুত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে রাইপুর পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি মিনারুল সেখ বলেন, ডুমুরতলা এলাকায় কিছু দুষ্কৃতীরা সব ষড়যন্ত্র করছে। সামনে পঞ্চায়েত ভোট, তাই যত দিন এগোচ্ছে তত গ্রাম বাংলায় বোমার আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে, সাধারণ মানুষ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles