Weather Update: শীতের আমেজেই ঘুম ভাঙল শহরবাসীর! বড়দিনে থাকবে না ঠান্ডা, ইঙ্গিত আবহাওয়া দফতরের

তাপমাত্রার এই ওঠা নামার ফলে কনকনে শীত উপভোগ করতে পারছে না শহরবাসী। হঠাৎ ঠান্ডা, হঠাৎ গরমের ফলে সর্দি-কাশির মতো উপসর্গ লেগেই থাকছে বড় থেকে ছোটদের মধ্যে।
winter-2-1
winter-2-1

মাধ্যম নিউজ ডেস্ক: হঠাতই উধাও শীতের আমেজ। বেশ কয়েকদিন তাপমাত্রার পারদ উপরে উঠলেও বৃহস্পতিবার সকালে শহরবাসীর ঘুম ভাঙলো শীতের আমেজ গায়ে নিয়েই। বৃহস্পতিবার ফের ভেলকি দেখাল শীত। কলকাতার তাপমাত্রা ফের নেমে গেল চোদ্দর ঘরে। বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি। তবে এই ঠান্ডা স্থায়ী নয়। আগামী চারদিনে বিপরীত ঘূর্ণাবর্তের দরুণ তাপমাত্রার পারদ চড়বে। শুক্র,শনি,রবি,সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। বড়দিনে আবহাওয়া গরম থাকবে। 

কুয়াশার দাপট

আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ২৫শে ডিসেম্বর বড়দিনে আরও বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের উপরে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। কার্যত উষ্ণতাতেই কাটবে বড়দিন। শুক্রবার থেকে সোমবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। রাজ্যে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়ার দাপট কমেছে দক্ষিণবঙ্গে। এর ফলে শীতের আমেজ কমছে রাজ্যে। আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে। তারপর থেকে আরও একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে আর তার ফলেই রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কাঁথি লোকসভা উপহার দেবেন, সভার আগে বললেন শুভেন্দু

কনকনে ঠান্ডার আশা

রাজ্যের ক্ষেত্রে উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। দক্ষিণবঙ্গে সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তাপমাত্রার এই ওঠা নামার ফলে কনকনে শীত উপভোগ করতে পারছে না শহরবাসী। হঠাৎ ঠান্ডা, হঠাৎ গরমের ফলে সর্দি-কাশির মতো উপসর্গ লেগেই থাকছে বড় থেকে ছোটদের মধ্যে। তাই বড়দিন ও বর্ষশেষের আগে কনকনে ঠান্ডা চাইছে শীতবিলাসীরা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles