মাধ্যম নিউজ ডেস্ক: আরও কিছুটা নামল তাপমাত্রার (Weather Forecast) পারদ। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি ছিল। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। এটাও স্বাভাবিক। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছে থাকবে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোনও হেরফের হবে না। পরবর্তী তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা (Weather Forecast) দুই থেকে তিন ডিগ্রি বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া (Weather Forecast) দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। পরবর্তী তিনদিনে উত্তরবঙ্গে রাতের পারদ দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কাঁথি লোকসভা উপহার দেবেন, সভার আগে বললেন শুভেন্দু
আগামী (Weather Forecast) কয়েক দিন কুয়াশাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় হিমালয়ের পাদদেশে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। ওই সময়ের মধ্যেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গা।
বড়দিনে রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?
আপাতত গোটা রাজ্যে (Weather Forecast) কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বায়ুতে আদ্রতার পরিমাণ কম থাকবে। আগামীকাল পর্যন্ত রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। শুক্রবার থেকে রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। বড়দিনে আরও চড়বে পারদ। শুক্রবারের থেকে তাপমাত্রা দুই-তিন ডিগ্রি বাড়তে পারে। স্বাভাবিকের উপরে থাকবে দিন এবং রাতের তাপমাত্রা। এর ফলে কার্যত উষ্ণ ভাবেই কাটবে বড়দিন। শুক্র, শনি, রবি, সোম, চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।
+ There are no comments
Add yours