Bhaiphonta 2024: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, জেনে নিন রবিবার ভাইকে টিকা পরানোর শুভ সময়

Bhaiphonta: ভাইবোনের ভালবাসার সম্পর্ক দৃঢ় করার উৎসবই হল ভাইফোঁটা
bhaiphotaupay
bhaiphotaupay

মাধ্যম নিউজ ডেস্ক: কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা উৎসব। ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’-এই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভাই-এর দীর্ঘাষু কামনা করে বোন। আর ভাই বোনকে রক্ষা করার অঙ্গীকার করে বছর বছর। এর পর ভাইকে মিষ্টিমুখ করানো এবং প্রীতি উপহার বিনিময়, হাসি-ঠাট্টা, মজা করে কাটানোর উৎসব হল ভাইফোঁটা।

ভাতৃদ্বিতীয়ার গল্প

ভাইবোনের ভালবাসার সম্পর্ক দৃঢ় করার উৎসব হল ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। কথিত রয়েছে, এই বিশেষ তিথিতে যমরাজ তাঁর বোন যমুনার থেকে ফোঁটা নিয়েছিলেন। এই উৎসব তাই যমন দ্বিতীয়া নামে পরিচিত। হিন্দুশাস্ত্রের আরেকটি মতে নরকাসুরকে বধ করে ফেরার পর শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে ফোঁটা নেন এই দ্বিতীয়া তিথিতে। শ্রীকৃষ্ণের কপালে জয়টিকা পরিয়ে মিষ্টি খেতে দিয়েছিলেন সুভদ্রা। সেই থেকেই সম্ভবত ভাইফোঁটার প্রচলন। 

কখন ফোঁটা দেবেন

ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার জন্য এবছর বোনেদের হাতে রয়েছে মাত্র ২ ঘণ্টা সময়। দুপুর ১টা ১০ মিনিটে এই ভাইফোঁটার শুভ সময় শুরু হবে। শুভ সময় শেষ হবে দুপুর ৩ টে ২২ মিনিটে। এই সময়ের মধ্যেই সারতে হবে ভাইফোঁটা। এদিন ভাইকে আসন বা কোনও চৌকিতে উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসিয়ে ফোঁটা দিন। ভাইকে কখনও মেঝেতে বসিয়ে ফোঁটা দেবেন না। এদিন ভাইয়ের মঙ্গল কামনায় বোনরা উপবাস পালন করেন সারাদিন। গোটা দিন জুড়ে ভাইয়ের জন্য নানান রকমের পদ রান্না করেন তাঁরা। এই বিশেষ দিন ভাই বোনের অবিচ্ছেদ্য ভালোবাসাকে উদযাপন করে পালিত হয় ভাইফোঁটা। এই ভাইফোঁটা উৎসব ঘিরে বাংলার ঘরে ঘরে নানান রসনার আয়োজন হয়। বিশেষত নানান রকমের মিষ্টি তৈরি হয়। পাঁচ রকমের ভাজা, পায়েস, হরেক রকমের পদ প্রস্তুত করা হয়।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

দ্বিতীয়া তিথি শুরু–

বাংলা– ১৬ কার্তিক, শনিবার।

ইংরেজি– ২ নভেম্বর, শনিবার।

সময়– রাত ৮টা ২৩ মিনিট।

দ্বিতীয়া তিথি শেষ–

বাংলা– ১৭ কার্তিক, রবিবার।

ইংরেজি– ৩ নভেম্বর, রবিবার।

সময়– রাত ১০টা ৬ মিনিট।

গুপ্তপ্রেশ পঞ্জিকা অনুসারে -

দ্বিতীয়া তিথি শুরু –

বাংলা– ১৬ কার্তিক, শনিবার।

ইংরেজি– ২ নভেম্বর, শনিবার।

সময়– সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ড।

দ্বিতীয়া তিথি শেষ –

বাংলা– ১৭ কার্তিক, রবিবার।

ইংরেজি– ৩ নভেম্বর, রবিবার।

সময়– রাত ৮টা ১৫ মিনিট ১২ সেকেন্ড।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles