মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার অন্যতম জনপ্রিয় নাট্যকার বিভাস চক্রবর্তী (Bivas Chakraborty) হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রে জানা গেছে, জনপ্রিয় এই নাট্য ব্যক্তিত্বের শারিরীক অবস্থা বিচার করে অ্যাঞ্জিওগ্রাফি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেখানে দেখা যায়, বিভাস চক্রবর্তীর (Bivas Chakraborty) একটি ধমনি ৯৯ শতাংশ ব্লক। সঙ্গে সঙ্গেই প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন বিভাসবাবু (Bivas Chakraborty)। তেমন কোনও সংকট তৈরি হয়নি, তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার কারনে।
পরিবার কী বলছে?
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার সারাদিন নিজের বাড়িতেই ছিলেন বিভাস চক্রবর্তী (Bivas Chakraborty)। হঠাৎই দুপুরের পর থেকে অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা অনুভব করতে থাকেন। ঘাম হতে শুরু করে অত্যধিক পরিমাণে। এরপরই কোনওরকম ঝুঁকি না নিয়ে পরিবারের লোকজন তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা জানান, বিভাস চক্রবর্তী (Bivas Chakraborty)
হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন নাট্যকার। বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলছিল।
বিভাস চক্রবর্তীর (Bivas Chakraborty) নাট্যজীবন
একদা বামপন্থী ছিলেন বিভাস চক্রবর্তী (Bivas Chakraborty)। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে তৎকালীন বামপন্থী সরকারের বিরুদ্ধে পথে নামেন। রাস্তায় রাস্তায় "পরিবর্তন চাই" ব্যানারে তখন দেখা যেত জনপ্রিয় এই নাট্যব্যক্তিত্বের ছবি। বাংলার জনপ্রিয় এই নাট্য ব্যক্তিত্ব ১৯৬০ সালে প্রথম যোগ দেন ‘নান্দীকার’ নাটকের দলে। সেখানে তিনি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় একাধিক নাটকে অভিনয় করেন। ১৯৬৬ সালে 'নান্দীকার'-এর সঙ্গে সম্পর্কে ছেদ পড়ে তাঁর। তখন তৈরি করেন নিজস্ব থিয়েটার ওয়ার্কশপ। এরপরে ১৯৮৫ সালে বিভাস চক্রবর্তী তৈরি করেন ‘অন্য থিয়েটার’ নামে একটি নাটকের দল। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমীর সদস্য ছিলেন তিনি। ২০১৮ সালে বয়সজনিত কারণে নাট্য আকাদেমীর সদস্যপদ ছেড়ে দেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours