Sukanta Majumdar: পরপর দু’বার সংসদ রত্ন পুরস্কার পেলেন সুকান্ত মজুমদার

ফের সংসদ রত্ন পুরস্কার পেলেন সুকান্ত মজুমদার...
Sukanta_Majumdar
Sukanta_Majumdar

মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের পর ফের এই বছর। সংসদ রত্ন পুরস্কার পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গত ১৭ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ রত্ন সম্মানে ভূষিত করা হয় তাঁকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সুকান্ত। রবিবার তাঁর বাড়ি এসে সেই পুরস্কার তুলে দেওয়া হয় বালুরঘাটের সাংসদের হাতে। প্রসঙ্গত, রাষ্ট্রপতি ড: এপিজে আবদুল কালামের পরামর্শেই 'সংসদ রত্ন' সম্মান চালু করেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমান সময়ে কমিটির শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

কী বলছেন সুকান্ত মজুমদার?

সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্যসভাপতি (Sukanta Majumdar) লিখেছেন, ‘‘২০২৪-এর সংসদ রত্ন সম্মানে ভূষিত হয়ে আমি অভিভূত। দিল্লিতে ১৭ তারিখ আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমি শারীরিক কারণে উপস্থিত না থাকতে পারায়, আজ আমার বাসভবনে প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন এই আয়োজন করেন। ওনাদের সকলকে আমার বিনীত ধন্যবাদ, আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য।’’

আরও পড়ুন: লোকসভা ভোটের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বাড়ল নাড্ডার

সাংসদদের পারফরম্যান্সের ওপরে ভিত্তি করে দেওয়া হয় এই পুরস্কার দেওয়া হয়

প্রসঙ্গত, লোকসভায় সাংসদদের উল্লেখযোগ্য পারফরম্যান্সের ওপরে ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়। জানা গিয়েছে, সংসদের অধিবেশনে প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন নামের একটি সংস্থা এই পারফরম্যান্স বিচার করে। সেই রিপোর্টের ভিত্তিতেই এই পুরস্কার প্রদান করা হয়। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন সন্দেশখালির ঘটনার প্রতিবাদে এলাকায় যেতে চেয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি (Sukanta Majumdar)। কিন্তু মাঝপথে তাঁর সঙ্গে পুলিশের বচসা বাঁধে, সেই বচসা খণ্ডযুদ্ধে পরিণত হয়। এরপর বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয় সুকান্তকে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। এই সময়ের মধ্যেই সংসদ রত্ন পুরস্কার প্রদানের অনুষ্ঠান ছিল। তাই তিনি যেতে পারেননি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles