মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) প্রথম টেস্ট। দুই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির পয়েন্ট টেবলে শীর্ষ দুই স্থানে রয়েছে। ফাইনাল নিশ্চিত করতে তাই দুই দলের কাছেই এই সিরিজ গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ টেস্ট সিরিজ হারের পর ভারতের কাছে পাখির চোখ এই ট্রফি। এখানে ভালো না খলেতে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার স্বপ্ন ভারতকে ত্যাগ করতে হবে।
পারথ টেস্টে বৃষ্টির সম্ভাবনা
প্রথম টেস্ট শুরুর আগে দু’দিন বৃষ্টি হয়েছে পারথে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে বৃষ্টি হবে। ফলে প্রভাব পড়তে পারে টসে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। সকালের দিকে বৃষ্টি হলে তা জোরে বোলারদের জন্য উপযুক্ত হয়ে উঠবে। যদি ভারতকে টস হেরে আগে ব্যাট করতে হয়, তা হলে বিপদে পড়তে পারেন ব্যাটাররা। প্রথম দিন বাদে বাকি চার দিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। রোহিত শর্মার বদলে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা। দল সম্পর্কে আত্মবিশ্বাসী ভারতের তরুণ পেসার বলেন, “নিজেদের প্রতি বিশ্বাস রয়েছে আমাদের। যখনই খেলতে নামি, যা-ই পরিস্থিতি হোক না কেন, জেতার চেষ্টা করি। এখানে প্রস্তুতিটাও ভালো হয়েছে। আপাতত মানসিক ভাবে নিজেদের প্রস্তুত করার পালা।”
অস্ট্রেলিয়ায় যেতে পারেন শামি
অস্ট্রেলিয়ার পিচ বরাবরই বাউন্সি। পেসাররা এখানে সুবিধা পান। এই আবহে ভারতীয় দলে মহম্মদ শামির অন্তর্ভুক্তি প্রসঙ্গে বুমরা বলেছেন, “মহম্মদ শামি ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। ও বল করা শুরু করেছে জানি। দলের ম্যানেজমেন্ট ওর দিকে তীক্ষ্ণ নজর রাখছে। সব ঠিকঠাক থাকলে ওকে অস্ট্রেলিয়ায় বল করতে দেখা যেতে পারে।” রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ খেলে সাত উইকেট নিয়েছেন মহম্মদ শামি। তার পর থেকেই শুরু হয়েছে তাঁকে নিয়ে চর্চা। অস্ট্রেলিয়া সফরে যেতে পারেন কি না, সেই নিয়ে আলোচনা চলছে। রঞ্জিতে খেলার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা দলেও সুযোগ পেয়েছেন শামি। লাল বলের পাশাপাশি সাদা বলেও নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে। প্রথম দু’-একটি ম্যাচে ভালো খেলতে পারলে দ্রুতই অস্ট্রেলিয়ার বিমানে উঠে পড়তে পারেন।
অভিষেক হতে পারে নীতীশের
পারথ টেস্টে অভিষেক হতে চলেছে ২১ বছরের তরুণ অলরাউন্ডার নীতীশ রেড্ডির। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল সেই ইঙ্গিতই দিয়েছেন। সাংবাদিক বৈঠকে মর্কেল নীতীশ রেড্ডির দক্ষতার প্রশংসা করেছেন। ভারতীয় পেসারদের সাহায্য করতে পারবেন নীতীশ রেড্ডি বলে উল্লেখ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। মর্নি মর্কেল বলেন, ''উইকেট টু উইকেট বোলার নীতীশ রেড্ডি। পৃথিবীর সব টিমই চায় এমন একজন অলরাউন্ডার যে পেসারদের সাহায্য করতে পারবে। বুমরা ওকে কীভাবে ব্যবহার করবে সেটাই দেখার। সিরিজে নীতীশের উপরে নজর রাখতে হবে।''
🗣️🗣️ In terms of leadership, in terms of how he looks at the game and approaches the game, he's a natural leader for me.#TeamIndia Bowling Coach Morne Morkel on @Jaspritbumrah93's leadership qualities.#AUSvIND | @mornemorkel65 pic.twitter.com/TBxjVze8WV
— BCCI (@BCCI) November 20, 2024
কখন-কোথায় ম্যাচ?
ভারতীয় সময় সকাল ৭টা ৫০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। বর্ডার গাভাসকার ট্রফিতে প্রতিটা ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। টিভিতে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে ম্যাচগুলো সম্প্রচার করা হবে। ম্যাচ অনলাইনে দেখানো হবে হটস্টারের অ্যাপ ও ওয়েবসাইটে। এছাড়াও ডিডি স্পোর্টসে দেখানো হবে ম্যাচটি। একমাত্র বিনামূল্যে ডিডি স্পোর্টসে ম্যাচ দেখা যাবে।
দুই দলের সম্ভাব্য একাদশ
ভারত: কেএল রাহুল, যশস্বী জসওয়াল, শুভমন গিল/অভিমন্যু ঈশ্বরণ, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা/রবীচন্দ্রণ অশ্বিন, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ ও আকাশ দীপ।
অস্ট্রেলিয়া: উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জস হ্যাজেলউড।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours