মাধ্যম নিউজ ডেস্ক: মাথায় হাত বাঙালির! ঠাকুর দেখবেন না খেলা বুঝেই উঠতে পারছেন না! নতুন জামা না নতুন জার্সি? বিশ্বকাপের (ODI World Cup 2023) সম্ভাব্য সূচি ঘোষণা হওয়ার পরে সেটাই বড় প্রশ্ন। সারা বছর দুর্গাপুজোর চারদিনের জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। কিন্তু এবার সেই উৎসবের দিনেই ক্রিকেটের মহাযুদ্ধ। মহালয়া ১৪ অক্টোবর। আর বিশ্বকাপ শুরু হয়ে যাবে ৫ অক্টোবর থেকে।
কলকাতায় কবে খেলা
কলকাতায় বিশ্বকাপের খেলা রয়েছে ২৮ অক্টোবর বাংলাদেশ-কোয়ালিফায়ার ১, ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশ, ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা, ১২ নভেম্বর ইংল্যান্ড-পাকিস্তান, ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল। অর্থাৎ, দুর্গা পুজো থেকে ভাই ফোঁটা— উৎসবের গোটা মরসুম জুড়েই হবে বিশ্বকাপের খেলাগুলি। বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচ আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী সিএবি কর্তারা। তাঁদের আশা,পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা যাবে। কলকাতা পুলিশের সহযোগিতা পেতে কোনও সমস্যা হবে না। সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘আমরা গঙ্গাসাগর মেলার সময়ও ইডেনে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছি। কোনও সমস্যা হয়নি। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল। আশা করছি পুজোর মরসুমেও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে সমস্যা হবে না।’’
পুজোর দিনে কোন কোন ম্যাচ
অক্টোবর-নভেম্বর মাসটা গোটা দেশজুড়ে চলে উৎসব। এই উৎসবের মরশুমে মানুষ কতটা বিশ্বকাপমুখী হবে সেটা সময় বলবে। তবে, বিশ্বকাপের (ODI World Cup 2023) সূচিতে গ্রুপস্তরের মধ্যে কোনও ফাঁক নেই। দুর্গাপুজো নির্ঘণ্ট আর বিশ্বকাপের দিনের মধ্যে মিল আছে অনেক। সবথেকে বড় দিন হচ্ছে অষ্টমী। কারণ এই দিনে খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর কালীপুজোর দিন রয়েছে কলকাতায় ম্যাচ। খেলা হবে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে।
আরও পড়ুন: কলকাতায় সেমিফাইনাল, ফাইনাল গুজরাটে! ঘোষিত বিশ্বকাপের পূর্ণ সূচি
১৪ অক্টোবর মহালয়া- ইংল্যান্ড বনাম আফগানিস্তান, নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ
২০ অক্টোবর মহাষষ্ঠী- অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
২১ অক্টোবর মহাসপ্তমী- মুখোমুখি হবে কোয়ালিফাই করা দুই দল (নাম জানা যাবে ৯ জুলাইয়ের পর)
২২ অক্টোবর মহাষ্টমী- ভারত বনাম নিউজিল্যান্ড
২৩ অক্টোবর মহানবমী- পাকিস্তান বনাম আফগানিস্তান
২৪ অক্টোবর বিজয়া দশমী- দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ
২৮ অক্টোবর লক্ষ্মীপুজো- প্রথম কোয়ালিফায়ার দল ও বাংলাদেশ, অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড।
১২ নভেম্বর কালীপুজো- ইংল্যান্ড বনাম পাকিস্তান (ম্যাচ হবে ইডেনে), অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours