CBSE Compartment Result 2022: প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট ফল, দেখবেন কী করে? 

কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে দশম শ্রেণির ফলাফল।
CBSE
CBSE

মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২২ সালের দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট ফল (CBSE Compartment Result 2022) ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা results.cbse.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন সেই ফলাফল।

আরও পড়ুন: আগামী বছর সিবিএসই বোর্ড পরীক্ষায় বসছেন? জেনে নিন এই বিষয়গুলি 

কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে দশম শ্রেণির ফলাফল। অগাস্ট মাসে প্রকাশিত হয়েছিল দ্বাদশ শ্রেণির ফল। আর এখন প্রকাশিত হল কম্পার্ট্মেন্ট ফলাফল। 'পরীক্ষা সঙ্গম'- এর মাধ্যমে স্কুলগুলিতেও ইতিমধ্যেই ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে। 

কী করে দেখবেন এই ফল?

  • অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.gov.in-এ যান। 
  • হোম পেজে ক্লাস ১২ কম্পার্টমেন্ট রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন। অথবা উপরে দেওয়া সরাসরি লিঙ্ক একটি নতুন উইন্ডো খুলবে।
  • নিজের তথ্য দিন এবং সাবমিট অপশনে ক্লিক করুন। 

দশম শ্রেণির কম্পার্টমেন্ট ফলাফল কবে প্রকাশ হবে সে বিষয়ে কিছু জানায়নি বোর্ড । ৭ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে দ্বাদশ শ্রেণির কম্পার্ট্মেন্ট ফলাফল। 

আরও পড়ুন: শুরু হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং প্রক্রিয়া

যে সমস্ত ছাত্রছাত্রীরা কম্পার্টমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা 'ডিজিলকার' থেকে দ্বাদশ শ্রেণির সংশোধিত মার্কশিট ডাউনলোড করতে পারবেন। কোনও সমস্যার সম্মুখীন হলে, স্কুলের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। যে সমস্ত ছাত্রছাত্রীরা কম্পার্টমেন্ট পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছেন, তারা পরের বছর প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ওই বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। 

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) কয়েকদিন আগেই দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ২-র চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ২২ জুলাই ফলাফল ঘোষণা করছে বোর্ড। দশম শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯৪.৪০ শতাংশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। 

০২৩ সালের ১৫ ফেব্রুয়ারির পরে শুরু হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা (CBSE Exam 2023)। এবছরের পরীক্ষার ফল ঘোষণার পরেই এমনটা জানিয়েছে বোর্ড। এ বছরের মতো দুটি টার্মে নয়, সামনের বছর একটিই বার্ষিক পরীক্ষা নেবে বোর্ড। সঙ্গে রয়েছে আরও কিছু পরিবর্তন। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles