ChatGPT: চ্যাটজিপিটি ও হোয়াটসঅ্যাপের যুগলবন্দি! আপনার পরিবর্তে রিপ্লাই দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

এছাড়াও আপনি যদি হোয়াটসঅ্যাপে একটি নোট লিখতে চান, তাহলে সেই কাজও করে দেবে এআই টুলটি
chat
chat

মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের নভেম্বর মাসে চ্যাটজিপিটি (ChatGPT) লঞ্চ হওয়ার পর থেকেই সারা বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। আবার অন্যদিকে হোয়াটসঅ্যাপও একটি জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম। বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপে আমরা ব্যাপকভাবে চ্যাটবটের ব্যবহার দেখতে পাই। বিভিন্ন কোম্পানি এখন ইউজারের রেজিস্টার্ড নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে তাতে চ্যাটবটের মাধ্যমে বিভিন্ন আপডেট বা নোটিফিকেশন পাঠায়।

সেক্ষেত্রে কোনও ব্যক্তি বা সংস্থা যদি ব্যবসা বা অন্য কোনও কাজের জন্য হোয়াটসঅ্যাপে নিজস্ব চ্যাটবট চালু করতে চান, তাহলে পাওয়া যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে চ্যাটজিপিটির (ChatGPT)  সুবিধা। তবে হোয়াটসঅ্যাপের অন্যতম ফিচার হিসেবে চ্যাটজিপিটির সুবিধা পাওয়া যাবেনা। তৃতীয় পক্ষের সাহায্য নিয়ে হোয়াটসঅ্যাপের সঙ্গে চ্যাটজিপিটিকে জুড়তে পারেন। হোয়াটসঅ্যাপের পরিষেবা এতে আরও উন্নত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপ-চ্যাটজিপিটির (ChatGPT)  যুগলবন্দি

যেমন ধরুন হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছে, এদিকে আপনি সেই সময় ব্যস্ত রয়েছেন – সেক্ষেত্রে চ্যাটজিপিটি (ChatGPT)  আপনার হয়ে উত্তর দেবে। এছাড়াও আপনি যদি হোয়াটসঅ্যাপে একটি নোট লিখতে চান, তাহলে সেই কাজও করে দেবে এআই টুলটি। আসুন এখন জেনে নিই, কীভাবে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ইন্টিগ্রেট করে ব্যবহার করা যাবে।

এরজন্য আপনাকে যা যা করতে হবে

১. হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি (ChatGPT)  ইন্টিগ্রেট করতে হবে তারজন্য প্রথমে https://github.com/danielgross/whatsapp-gpt ভিজিট করুন।

২. এরপর, আপনাকে ডান কোণায় থাকা ‘কোড’ (Code)-এ ক্লিক করতে হবে এবং ‘ডাউনলোড জিপ’ (Download Zip) অপশন বেছে নিতে হবে।

৩. আগের অপশনটি ওপেন করলে আপনি Server.py অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করতে হবে।

৪. পরবর্তী ধাপে এই ফাইল ইনস্টল করে, আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন।

৫. মনে রাখবেন এই সুবিধা পেতে আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই (API) রেজিস্টার্ড করতে হবে। তবেই চ্যাটের জন্য ফ্লো তৈরি হবে।

৬. এক্ষেত্রে চ্যাট ডেভেলপার/চ্যাট বিল্ডার ব্যবহার করুন এবং আপনার চ্যাটবট পরীক্ষা করুন।

৭. তারপরে আপনার ফোনে এপিআই চ্যাটবট রাখুন
এবং ওপেনএআই (openAI) মানে চ্যাটজিপিটির মূল উৎসে অ্যাকাউন্ট তৈরি করুন।

৮. প্রোগ্রাম ইন্টারফানের পেজ রিডাইরেক্ট করুন।

৯. এবারে একটি নতুন সিক্রেট বা গোপন কী (key) তৈরি করুন।

১০. ফাইনাল ইন্টিগ্রেশনের কাজ সেরে নিন এবং তৈরি করুন হোয়াটসঅ্যাপ বট। এই কাজের সময় কিন্তু সতর্ক থাকবেন, বিশেষজ্ঞরা বলছেন হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশনের সময় সন্দেহজনক কিছু খুঁজে পেলে আপনার অ্যাকাউন্ট ব্লক করতে পারে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles