DDLJ: কিং খানের জন্মদিনে ফের মুক্তি পাচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে

২ নভেম্বর ৫৭ বছর বয়সে পা দিতে চলেছেন শাহরুখ।
DDLJ
DDLJ

মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র একটা দিনের অপেক্ষা। রাত পোহালেই বলিউডের বাদসার জন্মদিন। আর তার একদিন কিং খানের ভক্তদের জন্যে বড় ঘোষণা করল যশ রাজ ফিল্মস (Yash Raj Films)। শাহরুখের (Shah Rukh Khan) জন্মদিন উপলক্ষে দেশজুড়ে একাধিক প্রেক্ষাগৃহে দেখানো হবে শাহরুখ খান অভিনীত কাল্ট ক্লাসিক 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' (Dilwale Dulhania Le Jayenge)। ডিডিএলজে ফের মুক্তি পাচ্ছে সিনেমা হলে। 

২ নভেম্বর ৫৭ বছর বয়সে পা দিতে চলেছেন শাহরুখ। সেই উপলক্ষ্যেই ওই দিন অভিনেতার কালজয়ী ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ফের প্রেক্ষাগৃহে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সিনেমা প্রযোজনা সংস্থা। মঙ্গলবার, সংস্থার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিষয়টি জানানো হয়েছে। একটি পোস্টে জানানো হয়েছে, যে রাজ-সিমরনের প্রেম কাহিনি দেখানো হবে 'পিভিআর', 'আইনক্স' ও 'সিনেপলিস'-এর সব সিনেমা হলে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Raj Films (@yrf)

২৭ বছর পেরিয়ে গেলেও একটুও ভাটা পরেনি রাজ-সিমরনের জনপ্রিয়তায়। আজও অমর এই সিনেমার প্রতিটি গান। আজও প্রেমের গান মানেই সেই ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’। শাহরুখ-কাজলের ম্যাজিক, সংগীত পরিচালক জুটি যতীন-ললিতের প্রেমের সুর। সব মিলিয়ে ‘ডিডিএলজে’ মাইলস্টোন। এই প্রজন্মের কাছে সেই ম্যাজিককেই ফিরিয়ে আনতে যশরাজ ব্যানার পর্দায় ফের নিয়ে আসছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে এই বলিউড ব্লক বাস্টার।

আরও পড়ুন: প্রয়াত ভারতের 'স্টিল ম্যান' জে জে ইরানি  

দিল্লি, মুম্বই, কলকাতা, কানপুর, আহমেদাবাদ, লখনউ, পুনে এবং সুরাটে ২ নভেম্বর দেখানো হবে ডিডিএলজে, শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিম। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটি হিন্দি ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছিল সেই সময়ে। সেই নস্ট্যালজিয়াই বাদশাহের জন্মদিনে শাহরুখভক্তদের উপহার দিচ্ছে পিভিআর।
 
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 
 

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles