Commonwealth Games: সোনাই লক্ষ্য মীরাবাঈয়ের! একঝলকে কমনওয়েলথে দ্বিতীয় দিনে ভারতের খেলা

শনিবার, প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রথম পদকের আশায় থাকবে ভারত। ভারতের তিনজন ভারোত্তোলক শনিবার অ্যাকশনে নামবেন। রয়েছেন অলিম্পিকে রুপো জয়ী মিরাবাঈ চানু
hoky
hoky

মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে ভাল-মন্দ মিশিয়ে কাটল ভারতের প্রথম দিন। কমনওয়েলথ গেমসের ২২ গজে প্রথমবার নেমেই ইতিহাস গড়লেন ভারতীয় ক্রিকেটার হরমনপ্রীত কৌর। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে কমনওয়েলথের আসরে অর্ধশতরান করলেন তিনি। কিন্তু ব্যক্তিগত রেকর্ড তৈরি হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় অধরাই রয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। তবে ক্রিকেটে হারের দিনও বাজিমাত করলেন ভারতীয় মহিলা হকি খেলোয়াড়রা। হকিতে পুল এ ম্যাচে ৫-০ গোলে ঘানাকে উড়িয়ে দিল ভারতীয় মহিলা দল। এদিকে, সাঁতারের ১০০ মিটার ব্যাক স্ট্রোকের সেমিফাইনালে ভারতের শ্রীহরি নটরাজ। ভারতীয় মহিলা ও পুরুষ দলই টেবিল টেনিসের প্রথম রাউন্ড জিতে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে। পাক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রথম বাউটে জয়ী ভারতের শিবা থাপা।

আরও পড়ুন: ছবির মতো সেজেছে বার্মিংহাম! কমনওয়েলথ গেমসের সূচনা

কমনওয়েলথ গেমসের (CWG 2022) দ্বিতীয় দিনেও ভারোত্তোলন থেকে শুরু করে অ্যাথলেটিক্স এবং টেবিল টেনিস, ভারতীয় খেলোয়াড়দের লড়তে দেখা যাবে। গেমসের দ্বিতীয় দিন বক্সিংয়ের দিক থেকে ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিন ভারতের ১২ জন বক্সার রিংয়ে নামবেন। রয়েছেন টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বোরগোহাইন, বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং তারকা বক্সার অমিত পাঙ্ঘাল। শনিবার, প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রথম পদকের আশায় থাকবে ভারত। ভারতের তিনজন ভারোত্তোলক (weightlifting) শনিবার অ্যাকশনে নামবেন। এবং দেশ তিনজনের কাছেই পদক আশা করছে। বিশেষ করে টোকিও অলিম্পিকের রুপো জয়ী মীরাবাঈ চানুর (Mirabai Chanu) দিকে থাকবে নজর। ৫৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন চানু। তারা ছাড়াও পুরুষদের ৫৫ কেজি বিভাগে পদকের জন্য লড়বেন সঙ্কেত মহাদেব এবং সি ঋষিকান্ত সিং। হকির লিগ রাউন্ডে, ভারতীয় মহিলা দল ওয়েলসের মুখোমুখি হবে। যেখানে দেশের মেয়েরা জয় পাওয়ার অন্যতম দাবিদার। স্কোয়াশে দেশের তারকা খেলোয়াড় জোৎস্না চিনাপ্পা এবং সৌরভ ঘোষাল সিঙ্গলসে প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন। দ্বিতীয় দিনে একনজরে ভারতের খেলা:

ব্যাডমিন্টন

মিক্সড টিম গ্রুপ প্লে স্টেজ- ভারত বনাম শ্রীলঙ্কা (দুপুর ১.৩০)

                                         ভারত বনাম অস্ট্রেলিয়া (রাত ১১.৩০)

 

সাঁতার

পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইল- হিট থ্রি: কুশাগ্রা রাওয়াত- দুপুর ৩.০৬ 

আর্টিস্টিক জিমন্যাস্টিক্স

মহিলাদের দলগত ফাইনাল ও ব্যক্তিগত যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ

রুথুজা নটরাজ, প্রতিষ্ঠা সামান্থা ও প্রণতি নায়েক (রাত ৯)

বক্সিং

৫৪-৫৭ কেজি ফেদারওয়েট- রাউন্ড অফ থার্টিটু: হুসসাম উদ্দিন মহম্মদ (বিকেল ৫)

৬৬ কেজি-৭০ কেজি (লাইট মিডলওয়েট), রাউন্ড অফ সিক্সটিন: লভলিনা বড়গোঁহাই- দুপুর ১২

৮৬-৯২ কেজি (হেভিওয়েট)- রাউন্ড অফ সিক্সটিন- সঞ্জীত (রাত ১টা)

ভারত্তোলক

৫৫ কেজি বিভাগে ওয়েটলিফটিংয়ে নামবেন সাইকম মীরাবাঈ চানু

স্কোয়াশ

পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অফ থার্টি টু: রমিত ট্যান্ডন- বিকেল ৫, সৌরভ ঘোষাল- সন্ধে ৬.১৫

মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ থার্টি টু: সুনয়া সারা কুরুভিল্লা- বিকেল ৫.৪৫, জোৎস্না চিনাপ্পা- বিকেল ৫.৪৫

টেবিল টেনিস

মহিলাদের গ্রুপে- ভারত বনাম গায়ানা -দুপুর ২টো

পুরুষদের গ্রুপে- ভারত বনাম নদার্ন আয়ারল্যান্ড- বিকেল ৪.৩০

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles