Darjeeling: ‘‘গণতন্ত্র বিপন্ন’’! দার্জিলিং পুরসভায় দল ক্ষমতায় আসার দিনেই তৃণমূল ছাড়লেন বিনয়

অজয় এডওয়ার্ডের হামরো পার্টিকে সরিয়ে তৃণমূলকে সঙ্গী করে দার্জিলিং পুরসভার দখল নিল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)...
Binay_Tamang
Binay_Tamang

মাধ্যম নিউজ ডেস্ক: হামরো পার্টিকে ক্ষমতাচ্যুত করে দার্জিলিং (Darjeeling) পুরসভার দখল নিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আস্থা ভোটে তৃণমূলের সঙ্গে জোট বেঁধেই অনীত থাপার দল জয়ী হয়েছে। আর এর কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিনয় তামাং (Binay Tamang)। করলেন বিস্ফোরক মন্তব্য। বললেন, ‘দার্জিলিঙের গণতন্ত্র বিপন্ন।’ তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার কথাও নিজের মুখে স্বীকার করলেন। 'দলত্যাগ' শব্দটি উল্লেখ না করেও দল ছাড়ার বিষয়টি এক রকম স্বীকার করেই নিয়েছেন তিনি। বিনয় তামাং জানিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসের থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন। এর জন্য তৃণমূল যদি দলীয় শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত কোনও পদক্ষেপ নেয়, তাতে কোনও আপত্তি নেই তাঁর। 
 
দার্জিলিং (Darjeeling) পুরসভায় ক্ষমতার হস্তান্তর হয়েছে। আগে সেখানে ক্ষমতায় ছিল হামরো পার্টি। কিন্তু আস্থা ভোটে হামরো পার্টিকে সরিয়ে তৃণমূলের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে অনীত থাপার দল। আর এরই মধ্যে বিনয় তামাংয়ের নিজেকে তৃণমূলের থেকে আলাদা করে নেওয়ার সিদ্ধান্তে যে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তা বলাই বাহুল্য। এবার তাহলে কোন দলে নাম লেখাবেন তামাং? এখন এই প্রশ্নেই উত্তাল পাহাড়ের রাজনীতি। বিনয় তামাং জানিয়েছেন, তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ খুব তাড়াতাড়ি সামনে আসবে।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি নরেন্দ্র মোদির শতবর্ষ অতিক্রান্ত মা হীরাবেন মোদি

কী হয়েছে?

রাজনৈতিক মহলে জল্পনা, অনীত থাপার সঙ্গে বিনয় তামাংয়ের সম্পর্ক কখনই খুব একটা মধুর ছিল না। বিনয় তামাং পাহাড়ে (Darjeeling) তৃণমূলের মুখ হওয়া সত্ত্বেও, অনীত থাপাকে বাড়তি গুরুত্ব দিয়েছে দল। আর তাতেই বেজায় ক্ষেপেছেন বিনয়। অনীত থাপার দল ও তৃণমূল দুটি পৃথক সংগঠন হলেও বর্তমানে সমর্থন নিজের কোর্টে রাখতে একে অপরকে সহযোগীতা করছে।

প্রসঙ্গত, এক বছর আগে বিনয় তামাং (Darjeeling) তৃণমূলে যোগ দিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের সঙ্গে জোট করে লড়েছিলেন। তখন তিনিই ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো হিসেবে। তারপর তিনি গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০২১-এর ২৪ অক্টোবর তিনি তৃণমূলে যোগ দেন। তারপর তিনি দার্জিলিং পুরসভা এবং পরে জিটিএ নির্বাচনে দলকে নেতৃত্ব দেন। এমনকী জিটিএ নির্বাচনে তিনি জয়ীও হন।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles