Train Accident: আগুনের গ্রাসে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেস! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

বিধ্বংসী আগুনের করাল গ্রাসে দিল্লি-দ্বারভাঙ্গা এক্সপ্রেস... দেখুন ভিডিও
Untitled_design(342)
Untitled_design(342)

মাধ্যম নিউজ ডেস্ক: বিধ্বংসী আগুনের করাল গ্রাসে দিল্লি-দ্বারভাঙ্গা এক্সপ্রেস (Train Accident)। দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে ট্রেনের একের পর এক কামরাকে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। তীব্র চিৎকারের আওয়াজ শোনা যায় ঘটনাস্থলে। বুধবার এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। দিল্লি-দ্বারভাঙ্গা এক্সপ্রেসের এই আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। দিল্লি থেকে মেরঠ যাওয়ার পথে এই অঘটন ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে রেল সূত্রে খবর যে এখনও পর্যন্ত সেভাবে কোনও প্রাণহানি ঘটেনি। একটি কামরা থেকে আগুন ছড়ায় তিনটি কামরায়। রেল কর্মীদের তৎপরতায় সেই তিনটি কামরা বাকি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

জানা গিয়েছে, প্রথমে একটি বগির (Train Accident) নিচে আগুন লেগে যায়। তার কারণ অবশ্য জানা যায়নি। মুহূর্তের মধ্যে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে তিনটি বগিতে। এতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ার চেষ্টা করেন। এতেও জখম হন অনেক যাত্রী। মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে।

ব্যাপক ভিড় ছিল ট্রেনটিতে

খবর পাওয়া মাত্রই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর চেষ্টা করে। দমকল কর্মীদের (Train Accident) অনুমান, ট্রেনটিতে অনেক বেশি যাত্রী ছিলেন ধারণক্ষমতার থেকে বেশি। ছট উপলক্ষে অনেক মানুষ বিহারে নিজের বাড়িতে ফিরছিলেন ওই দিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে। তাই তাতে ছিল দারুণ ভিড়। ঘটনাস্থলে পৌঁছেছে ভারতীয় রেল বিভাগের বেশ কয়েকজন আধিকারিকও কীভাবে এই আগুন লাগল তার তদন্ত চলছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles