Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-৯): ১৩ বছর ধরে আটকে দিঘা-জলেশ্বর প্রকল্পের কাজ

এই পর্বে আমরা জানব পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-জলেশ্বর রেলপ্রকল্প সম্পর্কে, জমি জটে যা আটকে রয়েছে দীর্ঘ ১৩ বছর
1de003be-36c1-4868-85fe-e9262bc5874e_1
1de003be-36c1-4868-85fe-e9262bc5874e_1

মাধ্যম নিউজ ডেস্ক: জমি জটের কারণেই আটকে রয়েছে রাজ্যের ৪৪টি প্রকল্প। রাজ্য সরকার জমি দিতে পারছেনা তাই প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে না, এমনই অভিযোগ রেলের (Indian Railways)। এনিয়ে চলছে দুপক্ষের টানাপোড়েন। রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর বলছে, রাজ্য সরকারের ঘোষিত নীতি হল কোনও প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা যাবে না। অবশ্য বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে।  স্বাভাবিকভাবেই রেলের (Indian Railways) উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন ওই অঞ্চলের মানুষজন। দিন কয়েক আগেই রাজ্যের বিরুদ্ধে এমন অসহযোগিতার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিক অরুণ অরোরা। 

এই পর্বে আমরা জানব দিঘা-জলেশ্বর রেলপ্রকল্প সম্পর্কে, জমি জটে যা আটকে রয়েছে দীর্ঘ ১৩ বছর

 ২০১০-১১ সালে অনুমোদন পেয়েছিল দিঘা-জলেশ্বর ৭২ কিমি রেলপথ সম্প্রসারণের কাজ। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার দুই জনবহুল স্থানকে জুড়তে দরকার পড়ে ৫০৭ একর জমির। পশ্চিমবঙ্গের মধ্যে ১৩৭ একর এবং ওড়িশার মধ্যে ৩৭০ একর। সমগ্র প্রকল্পের জন্য বাজেট ধরা হয় ১৫৮৪ কোটি টাকা। রেলের অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ঢিলেমির কারণেই বন্ধ হয়ে পড়ে রয়েছে এই প্রকল্প। এনিয়ে অবশ্য টানাপোড়েন চলছে। প্রকল্প এলাকার বাসিন্দাদের মতে, দুই রাজ্যের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে এই প্রকল্পের চালু হলে। ব্যবসা বাণিজ্য বাড়বে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে মধ্যবর্তী স্টেশন এলাকাগুলিতে। বেকারদের কর্মসংস্থান হবে। এতদিনেও প্রকল্প চালু না হওয়ার কারণে হতাশ তাঁরা।

জটে জমি আটকে রেল (পর্ব-৮): থমকে রয়েছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপ্রকল্প

জটে জমি আটকে রেল (পর্ব-৭): তেরো বছরেও সম্পূর্ণ হয়নি বালুরঘাট-হিলি রেলপ্রকল্প

জটে জমি আটকে রেল (পর্ব-৬): একযুগ অতিক্রান্ত! বিশ বাঁও জলে হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ রেলপ্রকল্প

জটে জমি আটকে রেল (পর্ব-৫): দক্ষিণ চব্বিশ পরগনায় বিশ বাঁও জলে ৩ প্রকল্প

জটে জমি আটকে রেল (পর্ব-৪): থমকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ৪ প্রকল্প

জটে জমি আটকে রেল (পর্ব-৩): প্রায় ৪০ বছরেও সম্পূর্ণ হল না উত্তর দিনাজপুর জেলার ৩ প্রকল্প

জটে জমি আটকে রেল (পর্ব-২): প্রায় ৫০ বছরেও শেষ হলনা হুগলির ৩ প্রকল্প

জটে জমি আটকে রেল (পর্ব-১): ১৩ বছরের প্রাপ্তি ৮টি স্তম্ভ! জমি জটে বিশ বাঁও জলে আমতা-বাগনান রেল প্রকল্প

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles