Durga Puja 2023: উলুবেড়িয়া থেকে মা দুর্গা সপরিবারে পাড়ি দিচ্ছেন দুবাই ও লুক্সেমবার্গ 

বিমানে করে দুবাইয়ের পথে উমা
Durga_Puja_2023_(12)
Durga_Puja_2023_(12)

মাধ্যম নিউজ ডেস্ক: শরৎকাল মানেই কাশফুলের সমাহার ও আগমনীর বার্তা। শরতের নীল আকাশে এখন ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘের ভেলা। নদীর পাড়ের কাশ ফুলের সমাহার যেন সর্বত্র পুজো পুজো গন্ধ ছড়িয়ে দিচ্ছে। আর হাতে অল্প কটা দিন। তাই ব্যস্ততাও এখন চরমে। শেষ মুহূর্তের পুজো (Durga Puja 2023) প্রস্তুতি চলছে জোর কদমে। সময় থাকতেই রাজ্যে বিভিন্ন ক্লাব, সংগঠন ও বাড়ির পুজোর জন্য প্রতিমার বায়না সারা হয়ে গিয়েছে। প্রতিমা শিল্পীরাও এখন শেষ মুহূর্তের কাজ সারতে ব্যস্ত। এই সবের মধ্যেই এই বছর কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে সঙ্গে নিয়ে উলুবেড়িয়ার ময়রাপাড়া থেকে দুবাইয়ের উদ্দেশে পাড়ি দিতে প্রস্তুত দেবী উমা। উচ্চতায় ২০ ইঞ্চির এই মাটির দুর্গা প্রতিমা এই সপ্তাহেই বিমানে করে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে। উলুবেড়িয়ার ময়রাপাড়ার মৃৎশিল্পী সঞ্জীব চন্দ্র প্রতিমাটি তৈরি করেছেন।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বরাত (Durga Puja 2023)

মৃৎশিল্পী বলেন, 'মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমি এই বরাত পেয়েছি। আমার একটি পেজ আছে সেখানে আমার কাজ দেখে কলকাতা নিবাসী দেবাশিষ ও তাঁর স্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেন। ওনারাই কলকাতা থেকে বিমানে এই প্রতিমা নিয়ে দুবাইতে পাড়ি দেবেন। এই প্রতিমার (Durga Puja 2023) কাজ এখন সম্পূর্ণ। এছাড়াও গত বছর আমার তৈরি ফাইবারের প্রতিমা লুক্সেমবার্গে গিয়েছিল, এবারেও ১২ ইঞ্চির আরও একটি দুর্গা প্রতিমা লুক্সেমবার্গে যাবে।' শুধু ভারতে নয়, দুর্গাপুজোর সময় দেশের বাইরে  বিদেশে বসবাসকারী প্রবাসী বাঙালিরাও একইভাবে আনন্দে মেতে ওঠেন। তাই বিদেশেও দুর্গা প্রতিমার চাহিদা বেশ ভালোই। ইতিমধ্যে কু্মোরটুলি থেকে দুর্গা প্রতিমা বিদেশে পাড়ি দিলেও এবার উলুবেড়িয়া থেকেও দুবাই পাড়ি দিচ্ছেন মা দুর্গা।

তৈরি করতে সময় লেগেছে ২২ দিন (Durga Puja 2023) 

প্রতিমশিল্পী সঞ্জীব চন্দ্র আরও বলেন, 'গত বছর আমার তৈরি কালী প্রতিমা বিদেশে গেলেও এই প্রথম আমার তৈরি দুর্গা প্রতিমা দুবাই যাচ্ছে। কলকাতার বাসিন্দা দেবাশিস সাধ্য এবং পাপিয়া সাধ্য আমাকে এই প্রতিমার (Durga Puja 2023) বায়না দিয়েছেন। প্রতিমার সমস্ত অস্ত্র এবং অলঙ্কার আমি এবং আমার স্ত্রী তৈরি করেছি। প্রতিমাটি তৈরি করতে আমার ২২ দিন সময় লেগেছে। মূলত মাটি, অ্যালুমিনিয়াম তার দিয়ে প্লাই-এর উপর তৈরি হয়েছে। এ বছর তিনি ছোট-বড় সব মিলিয়ে মোট ১০ টি প্রতিমা তৈরি করেছেন। এই বছর প্রতিমা তৈরির বরাত বিদেশ থেকে আসার কারণে যথেষ্টই আনন্দিত উলুবেড়িয়ার ময়রাপাড়ার বাসিন্দা চন্দ্র পরিবার। সামনের বছরেও এভাবেই প্রবাসে থাকা বাঙালিদের জন্য প্রতিমা তৈরিতে মনোনিবেশ করবেন। নিজের তৈরি প্রতিমা বিদেশে পাড়ি দেওয়াতে যথেষ্টই খুশি শিল্পী সঞ্জীব চন্দ্র।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles