মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি দুর্নীতি (SSC Scam) কাণ্ডে যেন পরতে পরতে রহস্য। তদন্তে নামতেই 'যকের ধন'- এর সন্ধান পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে ইডি। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা এবং বিপুল সোনা গয়না। কিন্তু তাতেও যেন রোমাঞ্চে ইতি নেই।
এবার পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের বিলাসবহুল বাড়ি 'অপা'- য় (Apa) হানা দিল ইডি। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখতে ৭ জন ইডি আধিকারিকের একটি দল ওই বুধবার সাত সকালে অপা-য় যায়। তাঁদের একটি দল অবশ্য মঙ্গলবার রাতেই পৌঁছে গিয়েছিল।
আরও পড়ুন: অনুব্রত-ঘনিষ্ঠ কেরিম খান, টুলু মণ্ডলের বাড়িতে যৌথ অভিযানে ইডি-সিবিআই
শান্তিনিকেতনের ফুলডাঙায় রয়েছে পার্থ-অর্পিতার এই রাজকীয় বাড়ি। সকাল থেকে তল্লাশি অভিযান এখনও চলছে। ৭ জন ইডি অফিসারের একটা দল বাড়ির ভিতরে রয়েছেন। ইডি সূত্রের খবর, পার্থ-অর্পিতাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এদিন 'অপা'-য় হানা দিয়েছে ইডি। ওই বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই গোটা বাড়িটি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির গেট খুলে ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে মাটি খুঁড়ে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, সেখান থেকে অর্পিতার নামে ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এর পাশাপাশি, হদিশ মিলেছে 'লাবণ্য' ও 'তিতলী' নামের দুই বাড়ির।
২০১২ সালে এই বাড়িটি অর্পিতার নামে কেনা হয়। বাড়িটির দলিলেও পার্থ চ্যাটার্জির সই মিলেছে। শান্তিনিকেতনের ফুলডাঙার ‘অপা’ (Apa) কার্যত এখন দর্শনীয় স্থান। সামনে বিশাল লন, বিভিন্ন গাছপালায় সুসজ্জিত একটি বাড়ি। ইডির হাতে এসেছে বোলপুরের জমির দলিল। ২০১২ সালের জানুয়ারিতে কলকাতার সুসেন বন্দ্যোপাধ্যায়-শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ২০ লক্ষ টাকার বিনিময়ে ‘অপা’ বাড়িটি কিনেছিলেন পার্থ-অর্পিতা। বাড়িটির দলিলেও পার্থ চট্টোপাধ্যায়ের সই মিলেছে৷
আরও পড়ুন: আজ ফের আদালতে পেশ পার্থ-অর্পিতাকে, পুনরায় হেফাজতে চাইবে ইডি?
বীরভূমের শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার বিপুল সম্পত্তির হদিশ আগেই মিলেছে। শান্তিনিকেতন-বোলপুর এলাকায় পার্থ-অর্পিতার একাধিক ফ্ল্যাট, বাগানবাড়ি, গেস্ট হাউজ রয়েছে বলে সূত্র মারফত খবর। পার্থ-অর্পিতার নামে একাধিক বাড়ি রয়েছে শান্তিনিকেতন, প্রান্তিক, বনেরপুকুর ডাঙায়। অপা ছাড়া আরও ৭ বাড়ি রয়েছে পার্থ-অর্পিতার বলে খবর।
এদিকে, ইডি সূত্রে খবর, বোলপুরে অর্পিতা মুখোপাধ্যায়ের যে ৭টি বাড়ির হদিশ মিলেছে সেগুলি আদতে কার, পার্থ চট্টোপাধ্যায়ের কিনা তা জানতেই আহমেদপুরের (Ahmedpur) রাজীব ভট্টাচার্যের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়ের জমি, বাড়ি সহ সমস্ত সম্পত্তির দেখাশোনা করতেন রাজীব ভট্টাচার্য (Rajiv Bhattacharya)। তাই তাঁকে জেরা করেই বোলপুরের (Bolpur) বিশাল সম্পত্তির মালিকানার প্রকৃত হদিশ মিলবে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইতিমধ্যে রাজীব ভট্টাচার্যের বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি তাঁকে জেরা শুরু করেছেন তাঁরা।
সময় যত গড়াচ্ছে আরও বেশি করে পার্থ-অর্পিতার সম্পত্তির খোঁজ মিলছে। এর শেষ কোথায়, তাই এখন দেখার পালা।
+ There are no comments
Add yours