Ernakulam Blast: কেরলে বিস্ফোরণের দায় স্বীকার করে থানায় সন্দেহজনক ব্যক্তি, কী কারণে হামলা?

তার ব্যাগের মধ্যেও সন্দেহজনক কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছে...
Kerala_Blast
Kerala_Blast

মাধ্যম নিউজ ডেস্ক: কেরলের কালামাসেরির প্রার্থনা সভায় বিস্ফোরণের (Ernakulam Blast) দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি। তাঁর দাবি, কনভেনশন সেন্টারে বোমাটি রেখেছিল সে-ই। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম ডমিনিক মার্টিন। আত্মসমর্পণের পর তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার দাবি কতটা সত্য, তা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে তার মানসিক সুস্থতাও। ডমিনিক গুজরাটের বাসিন্দা। মেঙ্গালুরু থেকে কান্নুর হয়ে আরিকোড যাচ্ছিল সে। তার সঙ্গে ছিল একটি ব্যাগ। তার মধ্যেও সন্দেহজনক কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ত্রিশুর পুলিশ।

জিহোবা সাক্ষীর প্রার্থনা সভা

রবিবার কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে প্রার্থনা করছিলেন জিহোবা সাক্ষী নামে একটি ধর্মীয় গোষ্ঠীর লোকজন। সেখানেই টিফিন বাক্সে রাখা ছিল আইইডি। আচমকা বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। জখম হন প্রায় ৪০ জন। এঁদের মধ্যে ৭জনের অবস্থা আশঙ্কাজনক। নাশকতার ছকের আশঙ্কা করে পুলিশ। এমতাবস্থায় বিস্ফোরণের দায় স্বীকার করে কোদাকারা থানায় আত্মসমর্পণ করে মার্টিন।

কী বলছে পুলিশ?

কেরলের (Ernakulam Blast) অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) এম আর অজিত কুমার বলেন, “ত্রিশুর গ্রামীণ অঞ্চলের কোদাকরা থানায় এসে আত্মসমর্পণ করে ডমিনিটক মার্টিন নামে এক ব্যক্তি। সে জানিয়েছে, জিহোবা সাক্ষী গ্রুপেরই (এই গ্রুপের সদস্যরাই প্রার্থনা করছিলেন) অন্তর্গত সে। তবে সে সত্য বলছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা সব দিক খতিয়ে দেখছি। কেন মার্টিন নিজের গ্রুপের সদস্যদের ওপর হামলা চালাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।”

এদিকে, হামলার ব্যাপারে আলোচনার জন্য সোমবার রাজধানী তিরুবনন্তপুরমে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রার্থনা সভায় এই বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলা। বিস্ফোরণের সময় ওই কনভেনশন সেন্টারে ছিলেন হাজার দুয়েক মানুষ। হামলার প্রেক্ষিতে পড়শি রাজ্য কর্নাটক ও তামিলনাড়ুতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিবিড় নজরদারি শুরু (Ernakulam Blast) হয়েছে সীমান্তবর্তী এলাকায়।  

আরও পড়ুুন: “ছত্তিশগড়ে গ্রহণ চলছে, বিজেপিকে ক্ষমতায় আনুন”, রায়পুরের সভায় আবেদন নাড্ডার

জিহোবা সাক্ষীরা খ্রিস্টানদেরই একটি সম্প্রদায়। এদের বিশ্বাস, জিহোবা আব্রাহাম, মুসা এবং যিশু খ্রিস্টেরও ঈশ্বর। এদের ওয়েবসাইটে বলা হয়েছে, আমরা সব ধর্মকে সম্মান করি। রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষতা অবলম্বন করে চলি। সমাজে সত্যের প্রচার করাই আমাদের মূল ও একমাত্র লক্ষ্য।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles