মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশার ফানুস উড়িয়ে উজবেকিস্তানে পৌঁছেছিল গোকুলাম কেরল এফসি মহিলা ফুটবল (Gokulam Kerala Women’s Team) দল। তাদের লক্ষ্য ছিল তাসখন্দ আয়োজিত এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স মেলে ধরা। কিন্তু ফিফার (FIFA) নির্বাসনের জেরে খালি হাতেই ফিরতে হচ্ছে গোকুলামের মহিলা দলটিকে। স্বপ্ন ভেঙ্গে চুরমার। সোমবার ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) কে অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করছে ফিফা। তার ফলে ফিফা কিংবা অন্য কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারত। শুধু তাই নয়, ভারতের কোনও ক্লাব দেশের বাইরে খেলতে পারবে না। তাই তাসখন্দ পৌঁছেও এএফসি (AFC) টুর্নামেন্টে না খেলেই ফিরতে হচ্ছে গোকুলামের মহিলা দলটিকে। স্বভাবতই হতাশ তারা।
আরও পড়ুন: ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠাল ফিফা, কী হবে সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ?
কঠিন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) হস্তক্ষেপ দাবি করেছে গোকুলাম এফসি। মাইক্রো ব্লগিং সাইটে পিএমও কে ট্যাগ করে একটি চিঠিতে প্রধানমন্ত্রীকে গোকুলাম লিখেছে, "দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করুন যাতে আমরা এই টুর্নামেন্টে খেলতে পারি।" গোকুলাম কেরল এএফসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, "গত ১৬ অগাস্ট কোঝিকর থেকে আমরা তাসখন্দ পৌঁছাই। পরে জানতে পারি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করেছে ফিফা। নির্বাসনের জেরে ভারতীয় কোনও ক্লাব বিদেশে কোনও টুর্নামেন্টে খেলতে পারবে না। যা আমাদের কাছে খুব হতাশার। আমরা টুর্নামেন্টে খেলতে চাই। প্রধানমন্ত্রীর দফতরে চিঠিতে লিখে আমরা আবেদন জানিয়েছি।"
আরও পড়ুন: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে উঠতে পারে ফিফার নির্বাসন! জানুন কী বলল শীর্ষ আদালত
গোকুলামের ২৩ জন মহিলা ফুটবলার এখন উজবেকিস্তানের রাজধানীতে রয়েছেন। আগামী ২৬ অগাস্ট টুর্নামেন্টে শুরু হওয়ার কথা। সেখানে ইরানের ক্লাব বাম খাতুন এফসি ছিল গোকুলামের প্রতিপক্ষ। কিন্তু ফিফার নির্দেশ পাওয়ার পরেই এএফসি জানিয়ে দেয়, ভারতীয় ক্লাবটি খেলতে পারবে না। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়নি। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক কমিটি নিযুক্ত হয়েছিল। ফেডারেশনের নির্বাচন করার দায়িত্ব তাদের হাতেই। কিন্তু ফিফার বক্তব্য, কোনও দেশের ফুটবল সংসস্থার উপর তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে সেটা মানা হবে না। সেই মতোই ব্যাবস্থা নিয়েছে ফিফা। এখন দেখার জল কতদূর গড়ায়।
+ There are no comments
Add yours