মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) জ্বর কাতার ছাড়িয়ে কলকাতাতে। শহরের বিভিন্ন রাজপথে সেই ছবি স্পষ্ট।। বাঙালির ফুটবল প্রেম নতুন নয়। মোহনবাগান-ইস্টবেঙ্গল, ঘটি-বাঙালির সারা বছরের লড়াই ভুলে আপাতত কলকাতার ফুটবলপ্রেমীরা মজেছেন মেসি- নেইমারদের নিয়ে। কেউ চাইছেন ব্রাজিল ষষ্ঠবার বিশ্বকাপ জিতুক। কেউ আবার বাজি ধরছেন মেসিদের হয়ে। রোনাল্ডোর পর্তুগাল কতদূর এগোবে তা নিয়েও চায়ের দোকানে চর্চা যেন রোজ নামচা।
বিশ্বকাপ যেন বাড়তি উন্মাদনা
দীর্ঘ বাধা পেরিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ (FIFA World Cup) কারা জিতবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে ১৮ই ডিসেম্বর পর্যন্ত। আপাতত রাত জেগে দৃষ্টিনন্দন ফুটবল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে কলকাতা। শহরের আর্জেন্টিনা সমর্থকরা পাড়ার মোড়ে মোড়ে মেসির বড় বড় কাটাউট লাগিয়েছেন। পিছিয়ে নেই ব্রাজিলের সমর্থকরাও। গলি যেখানে রাজপথে মিশেছে সেই পর্যন্ত শুধুই হলুদ সবুজ পতাকায় মোড়া। বাঙালির বারো মাসে তেরো পার্বণে যেন বিশ্বকাপ বাড়তি উন্মাদনা যোগ করেছে। আসলে এই এক মাসের জন্য চার বছর অপেক্ষা করতে হয়। কলকাতায় আর্জেন্টিনা ফ্যান ক্লাবের এক সদস্য বললেন, "এবার মেসির হাতেই কাপ উঠবে। আর্জেন্টিনা দলটা দুর্দান্ত। শক্তিশালী ডিফেন্স, অভিজ্ঞ গোলকিপারের পাশাপাশি আপ ফ্রন্টে অ্যাঞ্জেল ডি মারিয়া, মেসির মতো তারকা থাকায় অনেক দলই দাঁড়াতে পারবে না। গত কয়েকবার আমরা হতাশ হয়েছি। আশা করছি মেসি আমাদের স্বপ্ন পূরণ করবে। সংগঠনের পক্ষ থেকে আর্জেন্টিনার ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন। আস্ত একটা ফ্যান পার্ক তৈরি করে ফেলেছি আমরা। একেবারে বিশ্বকাপের আমেজ পাওয়া যাবে এখানে বসে খেলা দেখলে।"
আরও পড়ুন: কাতারে বিশ্বকাপে বিয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা, হতাশ সুরাপ্রেমীরা
রীতি ভেঙে ফুটবল-যুদ্ধ
এবারের বিশ্বকাপ (FIFA World Cup) কিছুটা রীতি ভেঙেই হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। যা মূলত জুন জুলাই হয়ে থাকে কিন্তু কাতারের গরম থেকে বাঁচতে টুর্নামেন্টের সময় বদল করতে বাধ্য হয়েছে ফিফা। বৈভব ও বৃত্তের দিক থেকে এবারের বিশ্বকাপ অনেক এগিয়ে রয়েছে ঠিকই তবে প্রাণের স্পন্দন একটু কম। রয়েছে বিতর্ক। সবকিছুকেই সঙ্গী করে রবিবার ২০২২ বিশ্বকাপ ফুটবলের ঢাকে কাঠি পড়েছে। প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আয়োজক দেশ কাতার। কিন্তু লাতিন আমেরিকার দেশটির কাছে ২-০ গোলে কাতার পরাজিত হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচে আয়োজক দেশের পরাজয়ের ঘটনা নজির বিহীন। মঙ্গলবার নামছে অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। আপাতত সব ভুলে মেসি ম্যাজিকের প্রতীক্ষায় প্রহর গুনছে কলকাতাবাসী।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours