FIFA World Cup: অঘটন! ক্যামেরুনের কাছে হারল ব্রাজিল, পর্তুগালকে হারিয়ে নক আউটে দঃ কোরিয়া

জাপানের পর এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে শেষ ষোলোয় গেল দক্ষিণ কোরিয়া
8fd790047c7d
8fd790047c7d

মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ পর্বের শেষ ম্যাচও অঘটন। শুক্রবার দোহার লুসেইল স্টেডিয়ামে ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরে গেল ব্রাজিল। ইনজুরি টাইমে ম্যাচের একমাত্র গোল ভিনসেন্ট আবুবাকরের। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে হেড করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলেন। আবুবাকর তৃতীয় আফ্রিকান ফুটবলার যিনি বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে গোল করলেন। স্পেন, পর্তুগালের পর ব্রাজিল। প্রথম দুই ম্যাচে ক্লিনশিট রেখেছিল তিতের দল। আশা ছিল কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে গ্রুপের তিনটে ম্যাচ জিতেই নক আউটে যাবে ব্রাজিল। একাধিক সুযোগ নষ্ট, ফিনিশিংয়ের অভাবে উল্টে হেরে বসল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্যালারিতে বসে দলের হার দেখলেন নেইমার। 

নক আউটে দঃ কোরিয়া

পর্তুগালকে হারিয়ে এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে শেষ ষোলোয় গেল দক্ষিণ কোরিয়া। এশিয়ার এই দেশের বিরুদ্ধে খেলতে নামার আগেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল পর্তুগাল। দক্ষিণ কোরিয়াকে হারালে এ বারের বিশ্বকাপে প্রথম দল হিসাবে গ্রুপের তিনটে ম্যাচই জিততেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। কিন্তু সেটা হল না। গোল নষ্টের খেসারত দিতে হল রোনাল্ডোদের। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল অমীমাংসিত। অতিরিক্ত সময়ে দক্ষিণ কোরিয়া জয়সূচক গোল করে দেয়। ফলে ২-১ ব্যবধানে পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বে পাড়ি জমায় কোরিয়া।

আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

অন্য ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ জি থেকে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিল সুইৎজারল্যান্ড। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য জিততে হতো সার্বিয়া-সুইৎজারল্যান্ড দু’টি দলকেই। তাই শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণের খেলা চলতে থাকে। গোলের পর গোল ম্যাচ উপভোগ করেন ফুটবলপ্রেমীরা। অন্যদিকে ঘানাকে গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে। দু’বারের ট্রফি জয়ী দল হেরে গেল গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে দেওয়ায়। রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে শেষ হল ম্যাচ। শেষ দিকে একের পর এক আক্রমণ করেও গোল করতে পারল না উরুগুয়ে। বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লুই সুয়ারেসরা।

গতকালের ম্যাচের ফলাফল:

সার্বিয়া ২ : সুইৎজারল্যান্ড ৩

ঘানা ০ : উরুগুয়ে ২

দক্ষিণ কোরিয়া ২ : পর্তুগাল ১

ক্যামেরুন ১ : ব্রাজিল ০

আজকের ম্যাচ:

নেদারল্যান্ডস-আমেরিকা (রাত সাড়ে ৮টা)

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া (রাত সাড়ে ১২টা)

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles