মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের স্কুলগুলিতে মুসলিম ছাত্ররা হিন্দু ছাত্রদের লাগাতার উত্যক্ত করছে। এই ঘটনাকে হিন্দুফোবিয়া (Hinduphobia in Britain) আখ্যা দিয়ে সেদেশে রিপোর্ট প্রকাশ করল একটি সংস্থা। জানা গিয়েছে, ৫১ শতাংশ হিন্দু অভিভাবকই উদ্বিগ্ন এবং এই হিন্দু বিরোধী কার্যকলাপের জন্য তাঁরা সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। বিশেষজ্ঞ মহলের ধারণা, ব্রিটেনের স্কুলগুলিতে কীভাবে হিন্দুদের সঙ্গে ভেদাভেদ করা হচ্ছে তা এই রিপোর্ট সামনে আনল।
আরও পড়ুন: টাকার বিনিময়ে তৃণমূলের পদ বিক্রি! নাম জড়াল বিধায়ক সোহমের আপ্ত সহায়কের
কী বলছেন অভিভাবকরা
প্রসঙ্গত, ব্রিটেনে ধর্মীয় শিক্ষা আবশ্যিক। সেদেশের স্কুলগুলিতে ১৬ বছর বয়স অবধি ছাত্রদের ধর্মীয় শিক্ষার পাঠ নিতে হয়। অর্থাৎ মাধ্যমিক স্তর পর্যন্ত বলা যেতে পারে। জানা গিয়েছে, ব্রিটেনের হাজারের বেশি স্কুলে ৯৮৮ জন অভিভাবকের মধ্যে সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করেছে হেনরি জ্যাকসন সোসাইটি নামের ওই সংস্থা। রিপোর্ট প্রকাশ হওয়ার পর অনেক অভিভাবকই নিজের মতামত রেখেছেন। এক অভিভাবকের মতে, এই রিপোর্ট অনেক কিছুই সামনে আনল। আমাদের ছেলেরা স্কুলে হিন্দু বিরোধী পরিবেশে যেতে ভয় করছে। এটা হওয়া উচিত নয়। জানা যাচ্ছে, নিরামিষভোজী হিন্দু ছাত্রদের বিভিন্নভাবে তাদের খাদ্যাভ্যাস নিয়ে উত্যক্ত করা হয়। হিন্দু দেবদেবীদের অবজ্ঞা করা হয়। সবমিলিয়ে ব্রিটেনের স্কুলগুলিতে তৈরি হয়েছে হিন্দু বিরোধী পরিবেশ।
আরও পড়ুন: দড়ির উপর খেলায় মর্মান্তিক মৃত্যু, স্বামীকে ধরতে গিয়ে হাত ফসকে পড়ে গেলেন স্ত্রী
শার্লট লিটলউড নামের জনৈক মহিলা এই রিপোর্ট তৈরি করেছেন বলে জানা যাচ্ছে। তিনি বলেন, স্কুলগুলিতে এমন হিন্দুফোবিয়ার ঘটনা লেস্টারে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক অশান্তির পর থেকেই বেড়েছে। প্রসঙ্গত, গত বছর অগাস্ট মাসে দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এই গণ্ডগোল বেধেছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours