মাধ্যম নিউজ ডেস্ক: হৃত্বিক রোশনের (Hrithik Roshan) নাচে মোহিত হননি এমন মানুষ কমই আছেন। তবে জানেন কী হৃত্বিকের দুর্দান্তচ নাচ ও অ্যাকশন কখনও আপনারা দেখতেই পেতেন না, কারণ তাঁর কিছু স্বাস্থ্যগত সমস্যার জন্য। কিন্তু তাঁর কঠোর পরিশ্রমে তিনি আজ এই জায়গাতে দাঁড়িয়ে। আর আপনারাও তাঁর অসাধারণ নাচ ও অ্যাকশনের সাক্ষী হতে পারছেন। তবে এই কথা প্রায় সবারই অজানা ছিল। এমনকি হৃত্বিক নিজেও কখনও এই কথা শেয়ার করেনি। কিন্তু সম্প্রতি সংবাদমাধ্যমকে এই কথা বলতে শোনা যায়।
সম্প্রতি বড়পর্দায় আসতে চলেছে 'বিক্রম বেদা'। তারই একটি গান শনিবার মুক্তি পেয়েছে। 'অ্যালকোহলিয়া' গানে রয়েছে হৃত্বিকের দুর্দান্ত নাচ। এই গানের স্টেপগুলো দর্শকদের মুগ্ধ করেছে। অন্যদিকে তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার ফিল্ম 'বিক্রম বেদা', তাঁর জন্য একটি বিশেষ ফিল্ম, কারণ এটি তাঁর ক্যারিয়ারের ২৫তম ছবি।
গান লঞ্চ ইভেন্টের সময়, দর্শক, অনুরাগীদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখে এদিন খানিক নস্ট্যালজিকও হয়ে পড়েন হৃত্বিক। তিনি তাঁর প্রথম ছবি 'কহো না... পেয়ার হ্যায়' মুক্তির পরের ঘটনার কথা মনে পড়ে। তখনই তিনি আরও একটি অজানা কথা জানান সবাইকে। তিনি বলেন, 'কহো না... পেয়ার হ্যায়' মুক্তির আগে আমার ডাক্তাররা আমাকে বলেছিলেন যে আমার স্বাস্থ্যের অবস্থা এতটা ভালো নয়। তাই আমি অ্যাকশন ছবি আর নাচ করতে পারব না। কিন্তু আমি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমার স্বাস্থ্য এবং ফিটনেসের দিকে মনোযোগ দিয়েছি৷ এটা আমার জন্য মিরাকেলের চেয়ে কিছু কম নয় কারণ আমার ২৫তম ছবিতে, আমি এখনও অ্যাকশন করছি এবং আমি এখনও নাচ করছি এবং পাশাপাশি ডায়লগ বলতেও সক্ষম৷ আমি মনে করি একুশ বছর বয়সী আমি আজ এই আমাকে নিয়ে খুব গর্বিত।"
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। ‘বিক্রম বেদা’ ছবিতে সইফ আলি খানের সঙ্গে এক ফ্রেম শেয়ার করতে দেখা যাবে হৃতিক রোশনকে। এই অ্যাকশন থ্রিলারে আরও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, রোহিত সরফ এবং শরীব হাশমি। ‘বিক্রম বেদা’ হল একটি তামিল হিট ছবির অফিসিয়াল রিমেক এবং এটি পরিচালনা করেছেন পুষ্কর- গায়ত্রী। সেখানে অভিনয় করেন আর মাধবন এবং বিজয় সেতুপতি।
+ There are no comments
Add yours