মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশ ভ্রমণ মসৃণ করতে এবার ই-পাসপোর্ট (E-Passport) চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে রোখা যাবে ব্যক্তিগত তথ্য চুরি। সম্প্রতি এ কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। পাসপোর্ট সেবা দিবস (Passport Sewa Diwas) উপলক্ষে একথা বলেন তিনি।
ভারত থেকে বিদেশ ভ্রমণ এবার আরও মসৃণ হতে চলেছে। ফি বছর নানা প্রয়োজনে প্রচুর ভারতীয় বিদেশে যান। এজন্য প্রয়োজন হয় পাসপোর্টের। বিশ্বের বহু দেশই ই-পাসপোর্ট চালু করে ফেলেছে। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ই-পাসপোর্টে নানা সুবিধা মেলে। অভিবাসন কাউন্টারগুলির কাজে গতি আসে। তাতে আদতে লাভ হয় ভ্রমণকারীদেরই। পাসপোর্ট কর্তৃপক্ষ ২০১৯ সালে ভারতে এবং বিদেশে এক কোটি আঠাশ লক্ষেরও বেশি পাসপোর্ট ইস্যু করেছিল। এদিক থেকে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। বিশ্বব্যাপী প্রচারের একটি অংশ হিসেবে বিদেশ মন্ত্রক ৭০টি বিদেশি মিশন ও পোস্টগুলিতে পাসপোর্ট ইস্যু করার সিস্টেম চালু করেছে। এগুলি বিদেশে জারি করা মোট পাসপোর্টের ৯৫ শতাংশেরও বেশি।
আরও পড়ুন: পরমাণু জ্বালানি সরবরাহকারী গোষ্ঠীতে যোগ দিতে মুখিয়ে ভারত, জানালেন জয়শঙ্কর
বর্তমানে ভারতীয় নাগরিকদের ইস্যু করা পাসপোর্ট ছাপা হয় বুকলেটে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন কর্তৃক নির্ধারিত আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার এগুলিকে আপগ্রেড করতে চায়। এই প্রক্রিয়ায় দুটি বিষয় রয়েছে। প্রথমটিই হল ই-পাসপোর্ট। পাসপোর্ট বুকলেটে একটি ইলেকট্রনিক চিপ এম্বেড করে নন-ইলেকট্রনিক পাসপোর্টে নিরাপত্তার একটি স্তর যুক্ত করা হবে। পাসপোর্টের দ্বিতীয় পৃষ্ঠায় জীবনী সংক্রান্ত তথ্যের পাশাপাশি একটি ডিজিটাল নিরাপত্তা বৈশিষ্ট্যও থাকবে। এই ডিজিটাল নিরাপত্তা বৈশিষ্ট্য হল একটি ডিজিটাল স্বাক্ষর। যা প্রতিটি দেশের জন্য অনন্য এবং নিজ নিজ শংসাপত্র ব্যবহার করে এটি যাচাই করা যেতে পারে।
আরও পড়ুন: মানবাধিকার প্রসঙ্গে আমেরিকাকে 'দুসরা' বিদেশমন্ত্রী জয়শঙ্করের
ফি বছর ২৪ জুন দিনটি পাসপোর্ট সেবা দিবস হিসেবে পালন করে দেশ। এদিন সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই জয়শঙ্কর বলেন, আমাদের মন্ত্রিসভা ভারতীয়দের ই-পাসপোর্ট দেওয়ার কাজ চালু করতে চলেছে। এতে একদিকে যেমন আন্তর্জাতিক ভ্রমণ মসৃণ হবে, তেমনি রোখা যাবে জাল পাসপোর্ট তৈরির প্রবণতাও। বজায় থাকে ডেটা নিরাপত্তাও। তিনি জানান, ইতিমধ্যেই পাসপোর্ট সেবা সিস্টেমকে ডিজি-লকারের সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে পেপারলেস ডকুমেন্টেশন প্রসেসের সুবিধা মিলছে।
+ There are no comments
Add yours