Indian Army: আত্মনির্ভর ভারতে আস্থা! আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য দেশীয় সংস্থাগুলির কাছে দরপত্র চাইল সেনা

যে সংস্থাগুলি সামরিক সরঞ্জাম তৈরির বরাত পাবে, তাদের এক বছরের মধ্যে নির্দিষ্ট সরঞ্জামগুলি সরবরাহ করতে হবে।
1943373-indianarmy-1554357942-1280x720
1943373-indianarmy-1554357942-1280x720

মাধ্যম নিউজ ডেস্ক: জরুরি ভিত্তিতে সামরিক সরঞ্জাম কিনতে চলেছে ভারতীয় সেনা (Indian Army)। তার জন্য দরপত্রও চেয়েছে তারা। ড্রোন, মিসাইল, অ্যান্টি ড্রোন সিস্টেম, আগ্নেয়াস্ত্র, সাঁজোয়া গাড়ি সবই রয়েছে সেই তালিকায়। সম্প্রতি এই নিয়ে একটি টেন্ডার ডেকেছে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মেক ইন ইন্ডিয়া (Make in India) প্রকল্পের ওপর ভরসা করে দেশীয় অস্ত্র প্রস্তুতকারী  সংস্থাগুলির কাছে দরপত্র চেয়েছে সেনা। 

প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ‘আত্মনির্ভর’ হওয়ার কথা আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তার পর থেকেই বিদেশ থেকে বহু প্রতিরক্ষা সরঞ্জামের আমদানি বন্ধ করে দিয়েছে দিল্লি। পাশাপাশি, দেশেই সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। এই ব্যাপারে সরকার নিয়ন্ত্রিত অস্ত্র কারখানার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকেও উৎসাহ দেওয়া হচ্ছে। ভারতীয় সেনা সেই মতোই আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য দরপত্র চেয়েছে বিভিন্ন সংস্থার কাছে। আগামী ছয় মাসের মধ্যে এই টেন্ডার চূড়ান্ত করা হবে। 

আরও পড়ুন: অর্পিতার ৩১টি পলিসির দেড় কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ! দাবি ইডির, জানেন আর কী বলা হয়েছে চার্জশিটে?

সেনা সূত্রে খবর, যে সংস্থাগুলি সামরিক সরঞ্জাম তৈরির বরাত পাবে, তাদের এক বছরের মধ্যে নির্দিষ্ট সরঞ্জামগুলি সরবরাহ করতে হবে। সেনাবাহিনীর ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজু কিছুদিনআগে হায়দরাবাদ গিয়েছিলেন, সেখানে বিভিন্ন গবেষণাগার ও অস্ত্র তৈরির কারখানা ঘুরে দেখেন তিনি। মিসাইল স্ট্র্যাটেজিক সিস্টেমস, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট ল্যাব, সেন্টার ফর হাই এনার্জি সিস্টেমস অ্যান্ড সায়েন্সেস, ভারত ডায়নামিক্স লিমিটেড প্রভৃতি জায়গা ঘুরে দেখেন তিনি। তাঁর মতে, এই সংস্থাগুলি ভাল কাজ করছে। তাই ওপেন টেন্ডার ডেকে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও ভাল করার জন্য সেনা দ্রুত সামরিক সরঞ্জাম কিনতে চায়।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles