মাধ্যম নিউজ ডেস্ক: সব ধরনের করদাতাদের জন্য একটিই মাত্র ফর্মের প্রস্তাব দিল আয়কর দফতর। এখন যত ধরনের ফর্ম রয়েছে, সেগুলিকে জুড়ে দিয়ে একটিই মাত্র ফর্ম করার প্রস্তাব দিয়েছে আয়কর দফতর। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (ITR Filing) করতে গিয়ে জনগণকে যাতে অযথা হয়রান হতে না হয়, করদান প্রক্রিয়া যাতে অনায়াস হয় তাই এই প্রস্তাব বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)।
বর্তমানে যে ইনকাম ট্যাক্স (Income Tax) রিটার্ন-১ এবং ইনকাম ট্যাক্স রিটার্ন-৪ রয়েছে, তা থাকবে। করদাতা যখন ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, তখন কোন ফর্ম পূরণ করবেন, তা বেছে নেওয়ার অপশন করদাতাদের দেওয়া হবে। ১ নভেম্বর থেকেই এই সুবিধা মিলবে।
বর্তমানে করদাতাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল (ITR Filing) করতে হয় আইটিআর-১ থেকে আইটিআর-৭ ফর্মের মধ্যে একটি বা একাধিক পূরণ করে। তাঁরা কোন শ্রেণির করদাতা, তার ভিত্তিতেই পূরণ করতে হয় আলাদা আলাদা ফর্ম। সিবিডিটি জানিয়েছে, প্রস্তাবিত নয়া ফর্মে তাঁরা যে শিডিউলে পড়েন না, তাঁদের তা দেখার প্রয়োজন হবে না। সিবিডিটিতে এও বলা হয়েছে, প্রস্তাবিত খসড়া অনুযায়ী আয়কর জমা দেওয়ার প্রক্রিয়াটিকে আন্তর্জাতিক মানের সঙ্গে সাযুজ্য করে তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: ৮ বছরে আয় বেড়েছে প্রায় ১৭৫ গুণ! অনুব্রত কন্যা সুকন্যার আয়কর রিটার্ন চমকে দেবে আপনাকেও
১) করদাতাদের (Tax Payers) ক্ষেত্রে প্রযোজ্য হবে বেসিক ইনফর্মেশন, টোটাল ইনকামের কম্পিউটেশনের শিডিউল, ট্যাক্সের কম্পউটেশনের শিডিউল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস এবং ট্যাক্স পেমেন্টের শিডিউল।
২) ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করার ক্ষেত্রে শিডিউলগুলিতে গিয়ে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিতে হবে করদাতাদের।
৩) প্রশ্নগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, যেসব প্রশ্নের উত্তর ‘না’ হবে, সেসব প্রশ্নের সঙ্গে সম্পর্ক থাকা প্রশ্নগুলি আর দেখাবেই না।
৪) ট্যাক্স ফাইল রিটার্নে সহায়তা করতে বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে। এই নির্দেশাবলী অ্যাপ্লিকেবল শিডিউলের ক্ষেত্রেও সহায়ক হবে।
৫) প্রস্তাবিত ইনকাম ট্যাক্স রিটার্নের খসড়াটি এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতিটি সারির আলাদা আলাদা মূল্য রয়েছে। এটা রিটার্ন ফাইলিং পদ্ধতিকে অনায়াস করে তুলবে।
সুতরাং, করদাতাদের প্রয়োজন কেবল সেই সব প্রশ্নের উত্তর দেওয়া যেগুলির উত্তর ‘হ্যাঁ’ হবে। এরকম একটি প্রশ্নের উত্তর দিলে, তার সঙ্গে সম্পৃক্ত প্রশ্নগুলির উত্তরও হ্যাঁ হয়ে যাবে আপনা থেকেই।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours