JEE Main: জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা ২০২৩ শুরু হচ্ছে ২৪ জানুয়ারি থেকে, পরীক্ষা পদ্ধতিতে এল বদল

এনটিএস সূত্রে জানা গেছে যে পরীক্ষার দুটি পেপার থাকবে একটি পেপার-১ এবং অপরটি পেপার-২, এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সের স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে
hbkj
hbkj

মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ আয়োজিত জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main) পরীক্ষা আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। ইতিমধ্যে এনটিএ প্রকাশ করেছে এই পরীক্ষার জন্য সিলেবাস। পরীক্ষার্থীরা এটি পেতে পারে এই ওয়েবসাইট থেকে Jermain.nta.nic.in এবং এখান থেকেই ডাউনলোড করা যাবে পরীক্ষা পদ্ধতির বিশদ বিবরণ।

এনটিএস সূত্রে জানা গেছে যে পরীক্ষার দুটি পেপার থাকবে একটি পেপার-১ এবং অপরটি পেপার-২, এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সের স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে। পেপার-২ আর্কিটেকচার এবং প্ল্যানিং এর ছাত্রদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরীক্ষাটি হবে কম্পিউটার ভিত্তিক (CBT) এবং দুটি সেশনে নেওয়া হবে এই পরীক্ষা। জেইই মেইন (JEE Main)  ২০২৩ তিনটি বিষয়ের উপর নেওয়া হবে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত।

প্রশ্নপত্রের ধরন

সেকশন-এ তে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন। অন্যদিকে সেকশন-বি এর প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এবং এই উত্তরগুলি নিউমেরিক্যাল ভ্যালুতে (Numerical Valu) দিতে হবে বলে জানিয়েছে এনটিএ। সেকশন-এ এর সমস্ত প্রশ্নের উত্তর বাধ্যতামূলক। প্রতিটি প্রশ্নে ৪ নম্বর করে দেওয়া হবে। নেগেটিভ মার্কিং থাকবে। একটি ভুলের জন্য ১ নম্বর করে কাটা যাবে। অন্যদিকে সেকশন-বি এর ক্ষেত্রে পরীক্ষার্থীদের যে কোন ৫টি প্রশ্নের উত্তর করতে হবে মোট ১০ টি প্রশ্নের মধ্যে থেকে। কোনও নেগেটিভ মার্কিং থাকছে না এই বিভাগে।

প্রতিবছর গড়ে জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main)  পরীক্ষায় বসে প্রায় সাড়ে ন'লক্ষ পরীক্ষার্থী। এই সংখ্যার কাছাকাছি পরীক্ষার্থীই গত বছরে দেখা গেছিল। যেমন ২০২২ সালে মোট রেজিস্ট্রেশন করেছিল ১০,২৬,৭৯৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছিল ৯,০৫,৫৯০। গত বছরের ২৪ জন পরীক্ষার্থী একশো পার্সেন্টাইল স্কোর করতে পেরেছিল এবং প্রথম স্থান অর্জন করেছিল।
প্রসঙ্গত, ২০২৩ সালে এই পরীক্ষা নেওয়া হবে ইংরেজি, হিন্দী, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নর, মালায়ালাম,মারাঠি,ওড়িয়া,পাঞ্জাবি, তামিল তেলেগু এবং উর্দু ভাষায়।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles