SSC CHSL 2022: কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু, জানুন বিস্তারিত

স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত এই পরীক্ষার খুঁটিনাটি বিষয়গুলো এবার জেনে নেওয়া যাক।
SSC-CHSL-2022-sllybus
SSC-CHSL-2022-sllybus

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ-র বিস্তর ফারাক। ডিএ বাড়ানোর দাবিতে রাজ্যের কর্মচারীরা হাইকোর্টে হাজির। সে খবর সংবাদ মাধ্যমের দৌলতে আমাদের অজানা নয়। তাই কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষাগুলির প্রতি চাকুরি প্রার্থীদের আগ্রহ একটু বেশীই থাকে। এর মূল কারণ, আকর্ষণীয় বেতন তো বটেই, তাছাড়া রাজ্য সরকারের তুলনায় কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষাগুলি ধারাবাহিক ভাবে নিয়ম মেনে সম্পন্ন হয় প্রতিবছর। এমনই একটি পরীক্ষা হলো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL), ইতিমধ্যে এই পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। চলবে ৪ঠা ডিসেম্বর অবধি। স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত এই পরীক্ষার (SSC CHSL 2022) খুঁটিনাটি বিষয়গুলো এবার জেনে নেওয়া যাক।

কারা বসতে পারে এই পরীক্ষায়?

কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষায় বসতে হলে প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। একমাত্র CAG(Comptroller and Auditor General of India) ডিপার্টমেন্টের  ডাটা এন্ট্রি অপারেটর পদের বেলায় অঙ্ক সমেত, বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। 

কোন কোন পদে চাকরি হবে ?

এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে নিম্নলিখিত পদে চাকরি হবে। যেমন, লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA), পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (PA), সর্টিং অ্যাসিস্ট্যান্ট (SA) এবং ডাটা এন্ট্রি অপারেটর (DEO) ইত্যাদি পদে।

কত বয়স অবধি এই পরীক্ষা দেওয়া যাবে?

১৮ থেকে ২৭ বছর বয়স অবধি এই পরীক্ষা দেওয়া যাবে।

 এই বছরে কত শূন্য পদ আছে?

স্টাফ সিলেকশন কমিশন এই বছরের মোট শূন্য পদ এখনও অবধি ঘোষণা করেনি। তবে প্রতিবছর কয়েক হাজার শূন্য পদ থাকে। যেমন, গত ২০২১ সালে এই পরীক্ষায় শূন্য পদের সংখ্যা ছিল ৪৮৯৩টি।

আবেদনপত্র পূরণ করতে কী কী নথি লাগবে?

আবেদনপত্র পূরণ করার সময় নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন।
১) নিজের পরিচয়পত্র। যেমন প্যান কার্ড ,আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।
২) আবেদন ফি জমা দেওয়ার জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি।
৩) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর মার্কশীট।
৪) সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট ছবি।
৫) প্রার্থীর সই।

 এই পরীক্ষার আবেদন ফি কত?

একেবারে যৎসামান্য। মাত্র ১০০ টাকা। মহিলা তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের কোনও ফি লাগে না।

 এই পরীক্ষার ধরণ কেমন?

মোট তিনটি ধাপে হবে এই পরীক্ষা। যে স্তরগুলির পোশাকি নাম হলো, টায়ার-১ ,টায়ার-২ এবং টায়ার-৩ 

টায়ার-১

এটি পরীক্ষার প্রথম ধাপ। অবজেক্টিভ এমসিকিউ প্রশ্ন আসবে এই ধাপে। পরীক্ষা হবে অনলাইন মোডে অর্থাৎ কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দিতে হবে। মোট ২০০ নম্বরের হবে টায়ার -১ এর পরীক্ষা। ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর। সময় থাকবে ৬০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুলের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। এই ধাপের পরীক্ষার বিষয় গুলি হল - রিজনিং এবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল এওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ।

টায়ার-২

প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলে এই ধাপ বিবেচ্য হবে। এই ধাপের পরীক্ষা হবে ১০০ নম্বরের। মাধ্যমিক মানের প্রশ্ন আসবে। ইংরেজি বা হিন্দী বিষয়ে বিভিন্ন প্রবন্ধ বা চিঠি লিখতে হবে। প্রবন্ধের শব্দ সংখ্যা বেঁধে দেওয়া হবে ২০০ থেকে ২৫০ এর মধ্যে। অন্যদিকে চিঠি লিখতে হবে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে। এই ধাপের পরীক্ষাতেও সময় থাকবে ৬০ মিনিট। ৩৩% নম্বর পেলে এই ধাপে উত্তীর্ণ হওয়া যাবে।

টায়ার-৩ 

এটি হলো পরীক্ষার চূড়ান্ত ধাপ। ইংরেজি মাধ্যমে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ১৫ মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করতে হবে। অন্যদিকে হিন্দি মাধ্যমের ক্ষেত্রে ১৫ মিনিটে ৩০ টি শব্দ টাইপ করতে হবে।

এরপরে শেষোক্ত দুই ধাপ মিলিয়ে বের হবে চূড়ান্ত মেধা তালিকা। তারপর প্রার্থীদের নিয়োগ করা হবে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরের কাজে।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles