মাধ্যম নিউজ ডেস্ক: মরশুমের প্রথম ডার্বিতে ২-১ এ হার মোহনবাগানের (East Bengal vs Mohun Bagan)। শনিবার শততম বর্ষে পা দিল কলকাতা ফুটবল লিগের (Kolkata Football League) ডার্বি। পাঁচ বছর পর কলকাতা ফুটবল লিগের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল। আর মরশুমের প্রথম ডার্বিতে জিতল লাল-হলুদ। এমনিতেই লিগের ইতিহাসে ইস্টবেঙ্গল এগিয়ে ছিল, এই জয়ের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল লাল হলুদ বাহিনী।
দুরন্ত ফুটবল ইস্টবেঙ্গলের
এদিন, ৫০ মিনিটের মাথায় বিষ্ণুর গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল (East Bengal vs Mohun Bagan)। মাঝমাঠ থেকে সার্থক গলুইয়ের বাড়ানো বল ধরেন বিষ্ণু। তিনি বল রিসিভ করতেই মোহনবাগানের দুজন ফুটবলার কেটে যান। এর পর গোলকিপারকে প্রায় দাঁড় করিয়ে বাঁ পায়ে বল জালে জড়ান বিষ্ণু। ৬৪ মিনিটে গোল করেন জেসিন। পরিবর্ত হিসেবে নেমেই ইস্টবেঙ্গলকে ২ গোলে এগিয়ে দেন তিনি। ৭৬ মিনিটে জঘন্য ফাউল করেন জোসেফ। লাল কার্ড দেখেন। ইস্টবেঙ্গল ১০ জনে খেলে। সেই সুযোগ নিয়ে অতিরিক্ত সময়ে গোল করেন সুহেল ভাট। মোহনবাগান এক গোল শোধ করে।
দেখ কেমন লাগে! 😉#JoyEastBengal #EmamiEastBengal #KolkataDerby pic.twitter.com/8rsKelEflM
— East Bengal FC (@eastbengal_fc) July 13, 2024
দাপট লাল-হলুদের
এদিন পুরো ম্যাচেই ইস্টবেঙ্গলের (East Bengal vs Mohun Bagan) দাপট ছিল দেখার মতো। এদিন প্রথম একাদশে সায়ন বন্দ্যোপাধ্যায়কে রাখেননি ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ। ফলে লেফট উইং দিয়ে আক্রমণ সেভাবে দানা বাঁধছিল না। দ্বিতীয়ার্ধের শুরুতেই সায়নকে নামান বিনো। মাঠে নেমেই মোহনবাগান সুপার জায়ান্ট রক্ষণে চাপ তৈরি করেন সায়ন। এই চাপে ভেঙে পড়ল সবুজ-মেরুন রক্ষণ।
দ্বিতীয় ছোবল! 💥
— East Bengal FC (@eastbengal_fc) July 13, 2024
Jesin doubles our lead!🔥#JoyEastBengal #EmamiEastBengal #KolkataDerby pic.twitter.com/vDvISRTILU
মাঠে হাজির কুয়াদ্রাত
কলকাতা লিগের (Kolkata Football League) প্রথম ম্যাচ জিতে হ্যাটট্রিক করল ইমামি ইস্টবেঙ্গল, অন্যদিকে প্রথম দুই ম্যাচে ড্র করার পর তৃতীয় ম্যাচে হারতে হল মোহনবাগানকে। ফলে শুরুতেই চাপে পড়ে গেল গঙ্গাপারের ক্লাব। মোহনবাগান সিনিয়র দলের স্প্যানিশ কোচ হোসে মোলিনা এখনও কলকাতায় না পৌঁছলেও কুয়াদ্রাত এসে গিয়েছেন। শনিবার যুবভারতীতে উপস্থিত ছিলেন তিনি, জুনিয়র ফুটবলারদের দেখে নিতেই ডার্বিতে হাজির হলেন লাল হলুদের হেডস্যার।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ
+ There are no comments
Add yours