Microsoft Layoffs: ফের গণ ছাঁটাই! আজই ১১ হাজার কর্মী বরখাস্ত করতে চলেছে মাইক্রোসফট?

Microsoft Layoffs: আগামী দিনে কর্মী ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের।
microsoft
microsoft

মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটার, মেটা, অ্যামাজনের পর এবার মাইক্রোসফট। এই সংস্থাগুলি সম্প্রতি বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাই করেছে। এবারে একই পথে হাঁটতে চলেছে মাইক্রোসফটও। সূত্রের খবর অনুযায়ী, আজ, বুধবার প্রায় হাজার কর্মী বরখাস্ত করা হবে। গতবছর থেকেই হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে মার্কিন বহুজাতিক সংস্থাটি। জানা গিয়েছে, আগামী দিনে এই সংস্থাটি প্রায় ১১ হাজারের মত কর্মী ছাঁটাই করতে চলেছে। মাইক্রোসফটের হিউম্যান রিসোর্চ ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকেই আজ বেশিরভাগ কর্মী বরখাস্ত করা হবে বলে জানা গিয়েছে।

মোট কর্মীর ৫ শতাংশ ছাঁটাইয়ের পথে বিল গেটস

সূত্রের খবর অনুযায়ী, কর্মী ছাঁটাইয়ের ফলে কাজের জায়গায় নেই অর্ধেক কর্মীও। যারা আছেন তাঁরাও বেশিরভাগই 'ওয়ার্ক ফ্রম হোম' (Work From Home) কাজ করছেন। সম্প্রতি জানা গিয়েছে, ২০২৪ সালের জুন মাসে বেলভিউয়ের ২৬ তলা সিটি সেন্টার প্লাজার অফিসের লিজ আরও বাড়ানো হবে না বলে এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মাইক্রোসফট। আবার এরই মধ্যে প্রকাশ্যে এসেছে টেকনোলজি জায়েন্ট সংস্থাটি প্মোট কর্মীর প্রায় ৫ শতাংশ ছাঁটাই করতে চলেছে। অর্থাৎ প্রায় ১১ হাজার কর্মী বরখাস্ত হতে চলেছে চলতি বছরেই।

আরও পড়ুন: চলতি মাসেই ফের কর্মী ছাঁটাই করবে আমাজন, এই দফায় কত জানেন?

রিপোর্ট অনুযায়ী, গত বছরের জুন মাস পর্যন্ত এই সংস্থায় বিশ্বব্যাপী ২ লক্ষ ২১ হাজার কর্মী রয়েছে, এর মধ্যে আমেরিকাতেই রয়েছেন ১ লক্ষ ২২ হাজার জন কর্মী। গতবছরের জুলাই মাসেও হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছিল মার্কিন বহুজাতিক সংস্থাটি। অর্থাৎ মোট কর্মীর ১ শতাংশ বরখাস্ত করা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে গতবছর নভেম্বরে প্রায় ১১,০০০ কর্মীকে একধাক্কায় ছাঁটাই করা হয়েছে মেটার তরফে। মেটা-র ১৮ বছরের ইতিহাসে এই প্রথম এত বড় সংখ্যক ছাঁটাই ঘোষিত হয়। মুদ্রাস্ফীতি, বিশাল ক্ষতির কারণে এই পদক্ষেপ করেছিল সংস্থা।

কেন এই পদক্ষেপ?

সূত্রের খবর অনুযায়ী, মন্দার আশঙ্কার জেরেই একই পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম বড় সংস্থা মাইক্রোসফটও। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গিয়েছে, পার্সোনাল কম্পিউটার মার্কেটে কয়েক চতুর্থাংশ উইন্ডোজ এবং ডিভাইসের বিক্রিতে ক্ষতির পর মাইক্রোসফট তার ক্লাউড ইউনিট অ্যাজুরের গ্রোথ রেট বজায় রাখার জন্য আর্থিক চাপের মধ্যে রয়েছে। ফলে মাইক্রোসফটের পরিকল্পনা চূড়ান্ত হলে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে ২৪ জানুয়ারির আগেই। ওই দিনই কোম্পানির আর্থিক অবস্থার বিষয়ে জানাবেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। প্রসঙ্গত, কিছুদিন আগেই সত্য নাদেলা এক সাক্ষাৎকারে সতর্ক করেছিলেন যে, আগামী দু’বছর মাইক্রোসফটের জন্য খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। আj এরপরেই এই গণ ছাঁটাইয়ের খবর প্রকাশ্যে এল। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles