Mohan Bhagwat: প্রতিটি গ্রামে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি করে শাখা থাকা উচিত, দাবি ভাগবতের

সমস্ত ভেদাভেদ ভুলে জাতি, ধর্মের পার্থক্য না করে সকল মানুষের জন্য কাজ করতে হবে। মানুষকে অগ্রাধিকার দিতে হবে।
mohon
mohon

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের প্রতিটি গ্রামে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি করে শাখা থাকা উচিত। প্রত্যন্ত গ্রামও যেন সংগঠনের আওতায় থাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে একথা বললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান (RSS) মোহন ভাগবত। সংগঠনের প্রতিটি সদস্যকে দেশের উন্নতির জন্য কাজ করতে হবে, বলেও জানান তিনি।

কী বললেন সঙ্ঘ প্রধান

অসম ইউনিটের কর্মী শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রবিবার সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেন,  "সমস্ত ভেদাভেদ ভুলে, জাতি-ধর্মের পার্থক্য না করে সকল মানুষের জন্য কাজ করতে হবে। মানুষকে অগ্রাধিকার দিতে হবে। এটিই হিন্দুত্বের মূল মন্ত্র। সমগ্র সমাজের জন্য কাজ করতে গেলে সঙ্ঘ সেবকদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তাই দেশের প্রতিটি গ্রামে সংগঠনের একটি শাখা থাকা উচিত, বলে জানান মোহন ভাগবত।"

আরও পড়ুন: বর্ণ ও জাতিভেদ প্রথা লুপ্ত হোক, চান আরএসএস প্রধান মোহন ভাগবত

আরএসএস-এর অসম ইউনিটের তিনদিনের রুদ্ধদ্বার শিবিরের শেষে ভাগবত বলেন, "ভারতের গর্ব এবং ঐতিহ্যের প্রতি পূর্ণ আস্থা রেখে সঙ্ঘ সেবকদের কাজ করতে হবে। দেশের আদর্শ হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তাই এই ঐক্যের কথা মাথায় রেখে দেশের সকল নাগরিকদের জন্য জাতির কল্যাণে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমাদের জাতির জন্য সবকিছু করতে প্রস্তুত থাকতে হবে। ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার ১৯২৫ সালে মানব সম্পদ বিকাশের লক্ষ্যে আরএসএস প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মতামতের পার্থক্য থাকতে পারে কিন্তু মনের নয়।" প্রসঙ্গত, ১৯২৫ সালেই আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল। মোহন ভাগবত আগেও বলেছিলেন, ভারতীয়রা এক। এখানে যাঁরা বসবাস করেন তাঁরা সবাই হিন্দু বলে জানান তিনি। যাঁরা ভারতকে তাদের ‘মাতৃভূমি’ বলে মনে করে এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতি নিয়ে বাঁচতে চায় এবং ধর্ম, সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস এবং আদর্শ যাই হোক না কেন, এই পথে এগোনোর চেষ্টা করেন, তারা সকলেই হিন্দু, বলে ঘোষণা করেছিলেন ভাগবত।

আরও পড়ুন: সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না আরএসএস, সাফ জানালেন প্রচার প্রমুখ

মোহন ভাগবতের কথায়, আরএসএস তার শতবর্ষ উদযাপন করতে চলেছে। প্রতি বছর তরুণ প্রজন্মকে আকর্ষণ করে এই সংগঠন। নতুন নতুন সেবকরা দেশ গঠনের কাজে ব্রতী হয়। একটা দুর্বল সমাজ কখনও রাজনৈতিক স্বাধীনতার ফল ভোগ করতে পারে না। তাই সমাজকে শক্ত করতে হবে, বলে জানান ভাগবত।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles