Murshidabad News: মহাষ্টমীর রাতে খুন মুর্শিদাবাদে, মালদায় নতুন বাইক প্রাণ কাড়ল দুই ভাইয়ের

মহাষ্টমীর রাতে মুর্শিদাবাদে খুন ব্যবসায়ী
843476-crime-murder_f
843476-crime-murder_f

মাধ্যম নিউজ ডেস্ক: মহাষ্টমীর রাতে দুর্গোৎসবের আনন্দের মাঝেই রক্ত ঝরল মুর্শিদাবাদের (Murshidabad News) ইসলামপুর থানা এলাকায়। রবিবার রাতে জেলার ইসলামপুরের শিশাপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটল। এই ঘটনায় এলাকায় আতঙ্কের ছবি ধরা পড়েছে। সোমবার মহানবমীর সকালেও ওই এলাকার আনাচে কানাচে চলছে এই আলোচনা। জানা গিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম। পুজোর মাঝেই এমন ঘটনায় এলাকার ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলাম থানার  পুলিশ। অন্যদিকে মালদায় (Murshidabad News) মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর খবর সামনে এসেছে। নতুন বাইক কিনে সারারাত ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় দুই জনের।

ঠিক কীভাবে ঘটল এমন ঘটনা?

জানা গিয়েছে, রবিবার রাতে সফিকুল ইসলাম নামের ওই ব্যক্তি শিশাপাড়া ক্লাবের মোড়ে একটি মুদিখানার (Murshidabad News) দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখনই টিয়ারুল ওরফে পানসু নামের এক ব্যক্তি ধারাল অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর ওপর ঝাঁপিয়ে পড়ে বলে জানা যায়। আচমকা আক্রমণে সফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। এরপরে এলোপাথারি কোপ চালাতে থাকে টিয়ারুল। মুদিখানার দোকানের সামনের রাস্তা তখন রক্তাক্ত হয়ে ওঠে। সফিকুলের চিৎকারে ওই অঞ্চলে ভিড় জমা হয়ে যায়। বাজারের লোকজন তাকে উদ্ধার করে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসকরা সফিকুলকে  মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ তদন্ত করছে

জানা গিয়েছে, খুনি এখনও পর্যন্ত পলাতক। তবে কেন এই খুনের ঘটনা ঘটল সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। ইসলামপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। আক্রমণকারী সফিকুলের (Murshidabad News) গলায় তিনটি কোপ মারে বলে খবর। তারপরেই সেখান থেকে সে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সফিকুলের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা ছিল, এসমস্ত বিষয়গুলিই খতিয়ে দেখা হচ্ছে।

অষ্টমীতে নতুন বাইক, সারা রাত ঠাকুর দেখা, মহানবমীর ভোরে প্রাণ গেল দুই ভাইয়ের

অষ্টমীতে নতুন বাইক কিনে সেদিন রাতেই ঠাকুর দেখতে বেরিয়েছিলেন মালদার দুই ভাই অভিষেক হালদার এবং সুজন হালদার। সারারাত ঠাকুর দেখার পরে নবমীর ভোরে মিনি বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুইজনের। মালদার হাবিবপুর থানার ছাতিয়ানগাছি এলাকার এই দুই ভাইয়ের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর রাতেই নতুন বাইক এসেছিল বাড়িতে। তা নিয়েই মামাতো ভাই সুজনের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অভিষেক। মালদার বুলবুলচণ্ডী এলাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসের সঙ্গে ধাক্কা লাগে বাইকের। ঘটনাস্থলেই মারা যান সুজন। অভিষেককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁরও মৃত্যু হয়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles