মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালের মর্গে ২৩ জন মৃত মহিলাকে যৌন নির্যাতনের কথা স্বীকার করে নিলেন ডেভিড ফুলার (David Fuller)। ৬৮ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক জোড়া খুনের অভিযোগেও অভিযুক্ত। বৃহস্পতিবার ক্রয়ডন ক্রাউন কোর্টে ২০০৭ থেকে ২০২০ সালের মধ্যে ১২টি মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক এবং চারটি পর্নোগ্রাফি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।
এছাড়াও ওয়েন্ডি কেনেল (২৫) এবং ক্যারোলিন পিয়ার্স (২০) নামের দুই তরুণীকে ১৯৮৭ সালে কেন্টের টুনব্রিজ ওয়েলস-এ দুটি পৃথক আক্রমণে যৌন নিপীড়নের পরে বেঁধে এবং শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ রয়েছে ফুলারের বিরুদ্ধে। জোড়া খুনের অভিযোগে গত বছরই যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। ২০০৮ থেকে নভেম্বর ২০২০-এর মধ্যে মর্গে ৭৮ টি মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এর সঙ্গে সম্পর্কিত ৪৪টি অভিযোগ-সহ কেনেল এবং পিয়ার্সকে হত্যার অভিযোগ এবং আরও ৫১টি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ফুলার।
ফুলার বর্তমানে বন্ধ কেন্ট ও সাসেক্স হাসপাতাল এবং টুনব্রিজ ওয়েলস হাসপাতালে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার ভিডিও- ও নিজের কাছে রেখেছিলেন। ১৯৮৯ সাল থেকে ফুলার সেখানে ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতেন। কেন্ট পুলিশ জানিয়েছে, ফুলারের কুকীর্তির বিষয়ে তদন্ত করতে গিয়ে জানা যায় মোট ১০১ মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন ফুলার। বাকি ২৩ জনের বিষয়ে তদন্ত চলছে। এদের সবাই- ই মৃত। এবং প্রাপ্তবয়স্ক মহিলা। দশজনের পরিচয় পাওয়া যায়নি।
David Fuller has pleaded guilty to a further 16 charges in relation to sexual offences committed in a mortuary setting. Fuller will be sentenced at the Old Bailey during the week commencing 5 December. https://t.co/BAIj2QBZZf pic.twitter.com/pzU4hosEyX
— Kent Police (UK) (@kent_police) November 3, 2022
আরও পড়ুন: বন্ধ ১০০ দিনের প্রকল্পের টাকা, নেই বিকল্প কাজ, পঞ্চায়েত ভোটের মুখে সঙ্কটে রাজ্য
জাস্টিস চিমা-গ্রুব জানান, ফুলার, এইচএমপি ফ্রাঙ্কল্যান্ড থেকে ভিডিও কলের মাধ্যমে আদালতে হাজির হন। এরপর তাঁকে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে। প্রসিকিউটর মাইকেল বিসগ্রোভ বলেন, "নির্যাতিতাদের ব্যক্তিগত বক্তব্য প্রস্তুত করা হচ্ছে।"
জানা গিয়েছে নেক্রোফিলিয়া নামের এক বিরল মানসিক বিকারের শিকার ডেভিড। এই মানসিক বিকারে মানুষের শব দেহের সঙ্গে সঙ্গমের ইচ্ছে জাগে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours