New Year Celebration: স্বাগত ২০২৩! বর্ষবরণের আনন্দে মাতোয়ারা পুরো দেশ

New Year Celebration: করোনা-আতঙ্ক কাটিয়ে দু-বছর পর এবারে বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে কলকাতা সহ পুরো দেশ।
(New_Year_Celebration)
(New_Year_Celebration)

মাধ্যম নিউজ ডেস্ক: রাত তখন ১২ টা। চারিদিক ভরে গেল আতশবাজির শব্দে। নতুন বছরকে স্বাগত জানাল পুরো দেশবাসী। নাইট ক্লাব-পাবগুলিতে গানবাজনা, খাওয়া-দাওয়া। পাড়ায় পাড়ায় ডিজে, বক্স চালিয়ে চলছে নাচ, গান। আর সেই সঙ্গে আতসবাজি ও শব্দবাজির তাণ্ডব। দেশবাসী যেন ফের পুরনো ছন্দে ফিরে এল। ৩১ ডিসেম্বর রাত থেকেই ১ জানুয়ারি অর্থাৎ নতুন বছরের শুরু পর্যন্ত সারা বিশ্বের মানুষকে উদযাপনে মেতে উঠতে দেখা যায় (New Year Celebration)।

২ বছর পর ফের চুটিয়ে আনন্দ দেশবাসীর

কোভিড মহামারী কাটিয়ে নতুন করে বাঁচতে উৎসূক গোটা বিশ্ব। ফলে আলো ও বাজির রোশনাইয়ের সঙ্গে ২০২৩-কে স্বাগত জানাল ভারত। টানা ২ বছর পর, বিশ্ব করোনা প্রোটোকল ছাড়াই নববর্ষ (New Year) উদযাপন করছে। কোভিড ফের মাথা চাড়া দিয়ে উঠছে। সরকারও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। চিন সহ বাইরের দেশে ক্রমবর্ধমান করোনার গ্রাফ উল্লেখ করা হয়েছে। কিন্তু দেশবাসী সেদিকে না তাকিয়ে বর্ষবরণের আনন্দে মেতেছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা সহ দেশের সব শহরেই উৎসবের পরিবেশ। আবার এ দেশের আগেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় নববর্ষকে আগমন জানানো হয়ে গিয়েছিল। সেখানেও দেখা গিয়েছিল চোখধাঁধানো আতসবাজি (New Year Celebration)।



কলকাতায় বর্ষবরণ

নতুন বছরকে স্বাগত জানাতে গোটা বিশ্বের সঙ্গে যোগ দিল কলকাতাও। শনিবার বর্ষশেষের দিনে আলো ঝলমল পার্ক স্ট্রিট, উচ্ছ্বাসে মাতোয়ারা ইকো পার্ক, চিড়িয়াখানা থেকে শীতের ময়দান সর্বত্রই মানুষের ভিড় দেখা যায়। চিড়িয়াখানা, ইকো পার্ক, ভিক্টোরিয়ায় যে যাত্রার শুরু, পার্ক স্ট্রিটে সেই ভিড়েই বর্ষবরণ। রাত বাড়তেই মানুষের ঢল নামে পার্ক স্ট্রিটে। বর্ষবরণের প্রাক্কালে নাচে-গানে ২০২২-কে বিদায় জানাতে ভিড় কলকাতার পাব সহ বিভিন্ন স্থানে। এর পর রাত ১২ টা বাজতেই বাজির আওয়াজে কেঁপে উঠল উত্তর থেকে দক্ষিণ। নাচ-গান, খাওয়া-দাওয়া, আতসবাজির মাধ্যমে কলকাতাবাসী পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাল। নতুন বছরের শুরুর পাশাপাশি ফের নতুন আশায় বুক বেঁধেছে বিশ্ববাসী (New Year Celebration)। 


 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles