মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp New Features) ব্যবহারকারীদের সুবিধার জন্য একের পর এক নতুন ফিচার এনেই চলেছে জুকেরবার্গের টিম। এতদিন পর্যন্ত ওয়েব ভার্সনে হোয়াটসঅ্যাপ লগ-ইন কিউআর কোড দিয়েই করতে হত। তবে এবার ফোন নং দিয়েও লগ-ইন করতে পারবেন ল্যাপটপ বা ডেস্কটপে। সেরকমই নতুন ফিচারের রোল আউট চলছে বলে জানিয়েছে টিম হোয়াটসঅ্যাপ (WhatsApp New Features)।
ফিচারটি পেতে গুগল প্লে স্টোর থেকে আপডেট করাতে হবে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। মোবাইলের ক্যামেরার সাহায্যে কিউআর কোড স্ক্যান করলেই খুলে যায় ওয়েবভার্সনের হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে যাঁদের মোবাইল ক্যামেরা ঠিকভাবে কাজ করে না, তাদের ক্ষেত্রে এই ফিচার খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ব্যবহারকারীরা নিজেদের হোয়াটসঅ্যাপটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করিয়ে দেখে নিতে পারবেন, তাঁদের ক্ষেত্রে এই ফিচারটি কাজ করছে কিনা! ফিচারটি দেখা যাবে 'লিঙ্ক ডিভাইস' অপশনে।
আরও পড়ুন: কিউআর কোড দিয়ে স্থানান্তর করা যাবে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি
কীভাবে লগ-ইন করবেন অন্য ডিভাইসে
১) প্রথমে ঢুকতে হবে হোয়াটসঅ্যাপ (WhatsApp New Features) ওয়েবের অফিসিয়াল ওয়েবসাইটে।
২) এখানে ক্লিক করা মাত্রই কিউআর কোডের নীচে দেখা যাবে লিঙ্ক উইথ ফোন নম্বর।
৩) এরপর আপনার ফোন নং সেখানে দিতে হবে।
৪) এবার নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপটি খুলুন।
৫) স্মার্টফোনে খোলামাত্রই হোয়াটসঅ্যাপে ওপরে তিনটি ডট দেখা যাবে। সেখানে ক্লিক করে লিঙ্ক ডিভাইস অপশনে যান।
৬) এবার স্মার্টফোনেও একইভাবে কিউআর কোডের নীচে লিঙ্ক উইথ ফোন নং অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করুন।
৭) এবার আপনার ব্রাউজারে ৮ সংখ্যার একটি কোড দেখা যাবে, সেটি এন্টার করুন স্মার্টফোনের 'লিঙ্ক ডিভাইস' অপশনে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার ‘চ্যানেল’! জানুন খুঁটিনাটি
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours