ODI World Cup 2023: ২৫ অগাস্ট থেকে শুরু! সাত দফায় পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট

অনলাইনে কাটলেও বাড়িতে বসেই ক্রিকেট বিশ্বকাপের ছাপা টিকিট মিলবে ১৪০ টাকা দিলেই 
worldcup
worldcup

মাধ্যম নিউজ ডেস্ক: বেজে গিয়েছে বিশ্বকাপের বাদ্যি। আগামী ২৫ অগাস্ট থেকে অনলাইনে টিকিট কাটা যাবে, জানিয়ে দিয়েছে আইসিসি। তবে ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, মাঠে প্রবেশ করা যাবে শুধুমাত্র ছাপা টিকিট নিয়েই। সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখে আইসিসি নতুন ব্যবস্থা নিয়ে এসেছে, যেখানে বাড়িতে বসেই সমর্থকেরা বিশ্বকাপের ছাপা টিকিট পেয়ে যেতে পারেন। তার জন্য দিতে হবে অতিরিক্ত ১৪০ টাকা। 

কী কী সুবিধা

বিশ্বকাপের সংশোধিত সূচি প্রকাশ হওয়ার পরপরই আইসিসির পক্ষ থেকে জানানো হয় যে, ভারত-পাকিস্তান ম্যাচ সহ নয়টি ম্যাচের জন্য তারিখ পরিবর্তন করা হয়েছে। ওয়ার্ম-আপ ও টুর্নামেন্টের সব ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৫ অগাস্ট। এরপর বাকী ছয় ধাপে টিকিট বিক্রি হবে। অফলাইনে, অর্থাৎ স্টেডিয়ামে বা অন্য কোথাও ছাপা টিকিট বিক্রি হবে না। টিকিট কাটতে হবে অনলাইনেই। পরে স্টেডিয়ামে বা বোর্ডের নির্দিষ্ট করে দেওয়া জায়গায় গিয়ে অনলাইন টিকিটের প্রতিলিপি দেখিয়ে ছাপা টিকিট নিতে হবে। সে ক্ষেত্রে দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়ানোর ঝুঁকি থাকছে। কিন্তু বাড়তি খরচ করলে সেই অসুবিধা পোহাতে হবে না। অতিরিক্ত ১৪০ টাকা দিলেই ক্যুরিয়ারের মাধ্যমে সেই টিকিট বাড়িতে পৌঁছে যাবে। তবে শর্ত রয়েছে একটি। যে ম্যাচ দেখতে চাইছেন, তার অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট কাটতে হবে। এই সুবিধা কেবল ভারতে থাকা সমর্থকদের ক্ষেত্রেই প্রযোজ্য। যাঁরা স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে ইচ্ছুক, তাঁদের ১৫ অগস্টের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে গিয়ে নাম ‘রেজিস্টার’ করাতে হবে। টিকিটের চাহিদা কী রকম তার উপর ভিত্তি করে টিকিট বিক্রি শুরু হবে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হবে সবার শেষে। সেমিফাইনাল এবং ফাইনালের ঠিক আগে।

আরও পড়ুন: সামনে বিশ্বকাপ! গভীর রাতে আগুনে পুড়ল ইডেনের ঐতিহ্যবাহী ড্রেসিং রুম

কবে কবে টিকিট 

২৫ অগাস্ট: ওয়ার্ম-আপ এবং বিশ্বকাপের যে সমস্ত ম্যাচ ভারতের নয়।

৩০ অগাস্ট: গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচ।

৩১ অগাস্ট: ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই), ৮ অক্টোবর, দিল্লি (আফগানিস্তানের বিপক্ষে), ১১ অক্টোবর এবং পুনে (বাংলাদেশের বিপক্ষে), ১৯ অক্টোবর

১ সেপ্টেম্বর: ধর্মশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, ২২ অক্টোবর, লখনউ (ইংল্যান্ডের বিরুদ্ধে), ২৯ অক্টোবর এবং মুম্বই বনাম শ্রীলঙ্কা, ২ নভেম্বর

২ সেপ্টেম্বর: কলকাতায় ভারতের ম্যাচ (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে), ৫ নভেম্বর এবং বেঙ্গালুরুতে (নেদারল্যান্ডের বিপক্ষে), ১২ নভেম্বর

৩ সেপ্টেম্বর: আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ, (১৪ অক্টোবর)

১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল ও ফাইনাল

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles