OTT Play Awards: ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে চাঁদের হাট, কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন তালিকা

শনিবার ছিল ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২২-এর অনুষ্ঠান।
1600x960_1311852-ott-play-awards-2022
1600x960_1311852-ott-play-awards-2022

মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার ছিল ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২২ (OTT Play Awards 2022) -এর অনুষ্ঠান। ভারতের নানা রাজ্যের শিল্পীরা উপস্থিত ছিলেন সেখানে। এই অনুষ্ঠানে সেরা ওয়েব সিরিজ, সেরা অভিনেতা, সেরা ডায়লগ- সহ একাধিক বিভাগে ওটিটি প্ল্যাটফর্মের শিল্পীদের পুরস্কৃত করা হয়েছে। এই সর্বপ্রথম প্যান-ইন্ডিয়া ওটিটি পুরস্কার দেওয়ার আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হল সারা দেশ থেকে সবচেয়ে আকর্ষণীয় ওটিটি সিনেমা, শো, অভিনেতা এবং সিনেমা নির্মাতাদের পুরস্কার দিয়ে তাঁদের সম্মান জানানো। আর সেখানে পিছিয়ে নেই বাংলাও। বাংলা ভাষা থেকেও অনেকে নমিনেশনে এসেছে ও পুরস্কারও জিতেছে। ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় । সেইসঙ্গে 'আরণ্যক'-এর গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।  ওটিটি প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ডসে কে পেল সেরা সিরিজ, সেরা সিনেমার পুরস্কার, কেই বা হলেন সেরা অভিনেতা, অভিনেত্রী, একনজরে দেখে নেওয়া যাক...

সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম (জনপ্রিয়) - জয় ভীম, শেরশাহ।

সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম(জুরি) - দাসভি।

সেরা ওয়েব সিরিজ (জনপ্রিয়) - দ্য ফ্যামিলি ম্যান।

সেরা ওয়েব সিরিজ (জুরি) – তাব্বার।

ওটিটি প্লে রিডার্স চয়েস অ্যাওয়ার্ড: সেরা সিরিজ - ভিলাঙ্গু।

সেরা পরিচালক (চলচ্চিত্র)- সুজিত সরকার (সর্দার উধম)।

সেরা পরিচালক (সিরিজ) - রাম মাধবনি, বিনোদ রাওয়াত, কপিল শর্মা (আর্য 2)

দশকের চলচ্চিত্র নির্মাতা - পা. রঞ্জিত।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

সেরা অভিনেতা পুরুষ (জনপ্রিয়) (চলচ্চিত্র) - কার্তিক আরিয়ান (ধামাকা)।

সেরা অভিনেত্রী (জনপ্রিয়) (চলচ্চিত্র) -তাপসী পান্নু (হাসিন দিলরুবা)।

সেরা অভিনেতা পুরুষ (জুরি) (চলচ্চিত্র) – আর্য (সরপত্তা পরমবাই), ফারহান আখতার (তুফান)।

শ্রেষ্ঠ অভিনেত্রী মহিলা (জুরি) (চলচ্চিত্র)- বিদ্যা বালান (জলসা)

সেরা অভিনেতা পুরুষ (জনপ্রিয়)(সিরিজ)- তাহির রাজ ভাসিন (ইয়ে কালি কালি আঁখিন)।

শ্রেষ্ঠ অভিনেত্রী মহিলা (জনপ্রিয়)(সিরিজ) - রাভিনা ট্যান্ডন (আরণ্যক)।

সেরা অভিনেতা (জুরি)(সিরিজ) - মনোজ বাজপেয়ী (দ্য ফ্যামিলি ম্যান)।

সেরা সাপোর্টিং অভিনেতা পুরুষ (সিরিজ) - পরমব্রত চ্যাটার্জি (আরণ্যক)।

সেরা সহ-অভিনেতা মহিলা (সিরিজ) - কঙ্কনা সেন শর্মা (মুম্বাই ডায়েরি 26/11)।

সেরা গল্প (চলচ্চিত্র) - মহেশ নারায়ণন (মালিক)।

সেরা সংলাপ (চলচ্চিত্র) - কনিকা ধিল্লন (হাসিন দিলরুবা)।

সেরা গল্প (সিরিজ) - চারু দত্ত (আরণ্যক)।

সেরা চিত্রনাট্য (সিরিজ) - পুষ্কর, গায়ত্রী (সুজল)।

সেরা সংলাপ (সিরিজ) - অনির্বাণ (মান্দার)। ওটিটি-এর সেরা অনস্ক্রিন কাপল- ধ্রুব সেহগাল, মিথিলা পালকার (লিটল থিঙ্কস)।

ব্রেকথ্রু পারফরম্যান্স অফ দ্য ইয়ার পুরুষ - গুরু সোমসুন্দরাম (মিনাল মুরালি)।

ব্রেকথ্রু পারফরম্যান্স অফ দ্য ইয়ার মহিলা - সারা আলী খান (আতরঙ্গি রে)।

ওটিটি পারফর্মার অফ দ্য ইয়ার - রাজেন্দ্র প্রসাদ (সেনাপতি)।

নিউ ওয়েভ সিনেমায় অগ্রণী অবদান - রাজ বি শেট্টি ও রিশব শেট্টি।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles