Partha Chatterjee: ফের পার্থ-অর্পিতাকে এক মাসের জেল হেফাজতে পাঠাল আদালত

গ্রেফতারির পর থেকেই শারীরিক কারণ দেখিয়ে আদালতের কাছে জামিনের আবেদন করে আসছেন পার্থ।
partha-arpita-banksal-court
partha-arpita-banksal-court

মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ফের এক মাসের জেল হেফাজতে পাঠাল আদালত। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে জেল হেফাজতে। ওইদিন আবার মামলাটির শুনানি হবে।  

শনিবার পার্থ ও অর্পিতাকে ভার্চুয়ালি আদালতে পেশ করে ইডি। পার্থ (Partha Chatterjee) এবং অর্পিতা নিজেরদের শারীরিক অবস্থার কথা জানিয়ে আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন। জেল পরিষেবার দুরবস্থা নিয়েও এদিন অভিযোগ করেন অর্পিতা। কিন্তু কোনও কথাই শুনলেন না বিচারক। মঞ্জুর হল না জামিন।  

কী বলেন দুই অভিযুক্ত? 

এদিন পার্থর (Partha Chatterjee) কিছু বলার আছে নাকি জানতে চান বিচারক। উত্তরে পার্থ জানান, তাঁর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না জেলে। অর্পিতাও বলেন, "শরীর ভাল নেই। জেল কর্তৃপক্ষ, চিকিৎসক সবাইকে সবটা বললেও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না।" এদিন জেলের সেল নিয়েও সমস্যার কথা জানান অর্পিতা। তিনি বলেন, "অতটুকু জায়গায় থাকতে অসুবিধা হচ্ছে।" যদিও এসব কথায় কান দেননি বিচারক। দুজনের চিকিৎসায় যাতে ত্রুটি না হয়, তা খতিয়ে দেখতে বলেন তিনি।

আরও পড়ুন: আদালতে আত্মসমর্পণ করলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী ও ছেলে 

প্রাথমিক স্কুলে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে গত ২২ জুলাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থের (Partha Chatterjee) বাড়িতে তল্লাশি চালায় ইডি। তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়। এর পর ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ। তখন থেকেই প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বন্দি রয়েছেন আলিপুর সেন্ট্রাল জেলে। গ্রেফতারির পর থেকেই শারীরিক কারণ দেখিয়ে আদালতের কাছে জামিনের আবেদন করে আসছেন পার্থ। কিন্তু এখনও সেই আবেদন মঞ্জুর হয়নি।  

চলতি সপ্তাহেই সিবিআই (Partha Chatterjee) আদালতে দাবি করেছে, এজেন্ট নিয়োগ করে টাকার বিনিময়ে নিয়োগ করেছেন পার্থরা। অযোগ্য প্রার্থীদের ফোন করে টাকার বিনিময়ে নিয়োগের প্রস্তাব দিতেন সেই এজেন্টরা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles